নিজের হাতে বানানো কাগজের ফুল ও চরকি বিক্রির জন্য নওগাঁ থেকে রংপুরে এসেছেন খুরশিদ আলম। হাসনাবাজার এলাকা, রংপুর, ৯ জুনসিলেট নগরীর কদমতলী ফলের আড়তে ট্রাকে করে আনা হয়েছে কাঁঠাল। এখানে পাইকারি ও খুচরা দরে বিক্রি হয় কাঁঠাল। সিলেট, ৯ জুন
বিজ্ঞাপন
খেত থেকে কচু সংগ্রহের পর রিকশায় করে বাজারে নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। শিবগঞ্জ এলাকা, সিলেট নগর, ৯ জুন
বিজ্ঞাপন
খুচরায় বিক্রির জন্য মাথায় করে পান নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। চেলোপাড়া রেলওয়ে সেতু, বগুড়া, ৯ জুনটানা তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে সিলেট নগরের বিভিন্ন এলাকার সড়কসহ বাসাবাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সকালেও নগরের বিভিন্ন এলাকা পানিতে ডুবে ছিল। মেজরটিলা বাজার এলাকা, সিলেট, ৯ জুনসকাল ১০টায় শুরু হবে ওএমএসের আটা বিক্রির কার্যক্রম। কম দামে এই আটা কিনতে ভোর থেকে নারী-পুরুষের অপেক্ষা। সকাল সাড়ে ৯টা, কাপ্তানবাজার এলাকা, কুমিল্লা, ৯ জুনকোরবানি সামনে রেখে দা, বঁটি, চাপাতি, ছুরি বানিয়ে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। কামারপল্লি, চকবাজার, কুমিল্লা, ৯ জুনবদ্ধ জলাশয়ে মাছ চাষ করা হয়েছে। সেখানে নৌকায় করে মাছের খাবার দেওয়া হচ্ছে। গফফার সড়ক, ডুমুরিয়া, খুলনা, ৯ জুনশজনেপাতা রোদে শুকাচ্ছেন এক নারীশ্রমিক। এই পাতা শুকিয়ে গুঁড়া করে বাজারে বিক্রি করা হয়। শান্তিনগর, ডুমুরিয়া, খুলনা, ৯ জুন