একঝলক (২৫ এপ্রিল ২০২৫)

অস্ত যাওয়ার আগে পশ্চিম আকাশে হেলে পড়েছে রক্তিম সূর্য। পঞ্চগড়, ২৫ এপ্রিল
ছবি: রাজিউর রহমান
ভেড়ার পাল নিয়ে যাচ্ছেন খামারি রবিউল ইসলাম। কুমারখালী, কুষ্টিয়া, ২৫ এপ্রিল
তালের রস সংগ্রহ করছেন আবদুর রহমান মিয়া। সংগ্রহ করা রস দিয়ে গুড় তৈরি করবেন তিনি। সিংড়া, নাটোর, ২৫ এপ্রিল
মণিপুরি নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। মৌলভীবাজার, ২৪ এপ্রিল
বৈশাখের তপ্ত দুপুরে কাজের এক ফাঁকে টিউবওয়েলের পানিতে মুখ ধুয়ে নিচ্ছেন একজন শ্রমিক। আত্রাই, নওগাঁ, ২৫ এপ্রিল
একটি মাছরাঙার মুখে ব্যাঙ, অন্যটির মুখে অঞ্জন। মূলত বাসায় থাকা ছানাদের খাওয়ানোর জন্য সারা দিন মাছের পাশাপাশি বিভিন্ন প্রাণী শিকার করে এই মাছরাঙা দম্পতি। বলরামপুর, পাবনা, ২৫ এপ্রিল
বাঁশের সাঁকো দিয়ে এক পাড় থেকে অন্য পাড়ে যাচ্ছেন এক নারী। বলরামপুর, পাবনা, ২৫ এপ্রিল
বোরো ধান কাটা শুরু হয়েছে। ধান কেটে বাড়ি ফিরছেন কৃষকেরা। রংপুর, ২৫ এপ্রিল
ভোরবেলায় গাছ থেকে তালের রস সংগ্রহ করছেন গাছি জালাল শেখ। পরে এই রস ১০ টাকা গ্লাস দরে বিক্রি করবেন তিনি। ফরিদপুর, ২৫ এপ্রিল
বাড়ির পাশে মাঠে ভুট্টা পরিষ্কার করছেন এক নারী। তাড়াশ, সিরাজগঞ্জ, ২৫ এপ্রিল
একঝাঁক হাঁস নিয়ে জলাশয়ের দিকে যাচ্ছেন একজন। তাড়াশ, সিরাজগঞ্জ, ২৫ এপ্রিল
খেতে পাকতে শুরু করেছে আগাম জাতের ধান। সকাল সকাল এসব ধান খাওয়ার জন্য ঝাঁক বেঁধে এসেছে মুনিয়া পাখি। শ্রীপুর, গাজীপুর, ২৫ এপ্রিল
শ্বেত আকন্দ ফুলে বসেছে প্রজাপতি। কিশোরগঞ্জ, ২৫ এপ্রিল
কাপ্তাই হ্রদে জেগে ওঠা চরে রোপণ করা হয়েছে বোরো ধান। মাটির উর্বরতা শক্তির কারণে বেশ ফলন হয়েছে। সবুজ ধানে ঢেকে গেছে জমি। রাঙামাটি, ২৫ এপ্রিল