আকন্দ ফুলে বসেছে পোকা। বৌলাই, কিশোরগঞ্জ, ৬ অক্টোবরগোধূলিলগ্নে পশ্চিমের আকাশ। অষ্টম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু, পিরোজপুর, ৬ অক্টোবরময়মনসিংহ শহরের গণপরিবহন বলতে তিন চাকার যান। শহরজুড়ে তিন চাকার যানে এমন যানজট সব সময় লেগে থাকে। গাঙ্গিনারপাড়, ময়মনসিংহ, ৬ অক্টোবরচরাঞ্চলে গরু-ছাগল-মহিষের মতো ঘোড়া পালন করতে দেখা যায়। চরের মাঠে ঘাস খাচ্ছে একপাল ঘোড়া। রাখালগাছি, গোয়ালন্দ, রাজবাড়ী, ৬ অক্টোবর
বিজ্ঞাপন
সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজার প্রতিমায় শেষ মুহূর্তে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৬ অক্টোবরকয়েক দিনের টানা বৃষ্টিতে গবাদিপশুর খাবার নিয়ে বিপাকে পড়েছেন গৃহস্থরা। তাই দূর থেকে ঘাস কেটে বাড়িতে ফিরছেন এক ব্যক্তি। ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ৬ অক্টোবর
বিজ্ঞাপন
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজ বনবিহারে প্রবারণা পূর্ণিমায় সমবেত নারী, পুরুষ, শিশুসহ সব বয়সের বৌদ্ধ পুণ্যার্থী গণপ্রার্থনায় অংশ নেন। রাজ বনবিহার, রাঙামাটি, ৬ অক্টোবরউজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে তিস্তা নদীতে পানি বেড়েছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বাগেরহাট, রংপুর, ৬ অক্টোবরপ্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছেন তরুণ-তরুণীরা। য়ংড বৌদ্ধবিহার, খাগড়াছড়ি, ৬ অক্টোবররাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারণা চলছে। ভোটারদের কাছে নিজ নিজ ব্যালট নম্বর তুলে ধরছেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রাজশাহী, বিশ্ববিদ্যালয়, ৬ অক্টোবরময়ূর নদ থেকে কচুরিপানা অপসারণ করছেন শ্রমিকেরা। বয়রা শ্মশানঘাট, খুলনা, ৬ অক্টোবরআজ সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা। পূজা শুরুর আগে বাড়ির সদস্যরা এমন আলপনা এঁকে সাজিয়ে তোলেন বসতঘর। চরাইচা, চরকাউয়া, বরিশাল, ৬ অক্টোবরদীর্ঘদিন ধরে খুলনার সোনাডাঙ্গা বাইপাস লিংক সড়কটি বেহাল। গুরুত্বপূর্ণ এ সড়কে বড় বড় যানবাহন চলাচল করে এবং ভোগান্তিতে পড়ে। সোনাডাঙ্গা, খুলনা, ৬ অক্টোবরঘরের চালে ঝুলিয়ে রাখা খোপের পাশে বসে আছে কবুতর। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর। ৬ অক্টোবরবৃষ্টি হয়েছে, কমেছে তাপমাত্রা। নরম সকালে গরুকে ঘাস খাওয়াতে এনেছেন এক রাখাল। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ৬ অক্টোবরবৈরী আবহাওয়ায় বৃষ্টির মধ্যে এক নারী গন্তব্যে রওনা হয়েছেন। গোয়ালচামট, ফরিদপুর, ৬ অক্টোবরসড়কের পাশে অস্থায়ীভাবে লক্ষ্মীপূজার সরঞ্জাম বিক্রির জন্য নিয়ে বসেছেন বিক্রেতারা। সেখানে ক্রেতারা কিনতে ভিড় করছেন। স্ব রোড, বরিশাল, ৬ অক্টোবর প্রবারণা পূর্ণিমার চাঁদ। লিচুবাগান পাহাড়, রাঙামাটি, ৬ অক্টোবরস্টিলের নৌকায় করে নদীপথে আনা হয়েছে কয়লা। শ্রমিকেরা নৌকা থেকে কয়লা নামাতে ব্যস্ত। এসব কয়লা ইটভাটাসহ বিভিন্ন কলকারখানায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। সিঙ্গাইর নদ, সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ৬ অক্টোবরদুধকুমার নদের ভাঙনে বসতবাড়ি সরিয়ে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। চর যাত্রাপুর বানিয়াপাড়া, কুড়িগ্রাম, ৬ অক্টোবরকুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে ফগার মেশিন ব্যবহার করে মশার লার্ভা ধ্বংস এবং মশকনিধনে ওষুধ স্প্রে করা হচ্ছে। মুন্সেফবাড়ী, কুমিল্লা, ৬ অক্টোবর