মেঘলা আকাশে সূর্যের উঁকিঝুঁকি, সারি সারি সুপারি গাছ গলে সবুজ ধানখেতে ফেলেছে ছায়া। ইসলামপুর, সিলেট, ১১ অক্টোবরপোকার আক্রমণ থেকে বাঁচাতে ধানখেতে ছিটানো হচ্ছে কীটনাশক; যদিও মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার ফসল, প্রকৃতি ও মানবদেহের জন্য ক্ষতিকর। খাদিমপাড়া, সিলেট, ১১ অক্টোবর
বিজ্ঞাপন
বৃষ্টি হয়েছে, ফুলের ওপর রেখে গেছে চিহ্ন। লুম্বিনী, রাঙামাটি, ১১ অক্টোবর
বিজ্ঞাপন
গাছে ঝুলছে থোকা থোকা লেবু। তঞ্চঙ্গ্যাপাড়া, রাঙামাটি, ১১ অক্টোবরবৃষ্টির মধ্যে ব্যাটারিচালিত ভ্যানে ডিঙিনৌকা তুলে গন্তব্যে ছুটছেন একজন। দিঘি সগুনা, তাড়াশ, সিরাজগঞ্জ, ১১ অক্টোবরখামারে মাছের খাবার দিচ্ছেন এক শ্রমিক। ফুলপুর, ময়মনসিংহ, ১১ অক্টোবর। ঝিরিঝিরি বৃষ্টিতে হেঁটে যাচ্ছে দুই শিশু। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ১১ অক্টোবর। ছায়ানটের শরৎ উৎসবে নৃত্য পরিবেশনা। সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা, ১১ অক্টোবরছায়ানটের শরৎ উৎসবে গান পরিবেশনে শিল্পীরা। সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা, ১১ অক্টোবরকাপ্তাই হ্রদে জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। মোরঘোন বড়দাম, রাঙামাটি, ১১ অক্টোবর অলকানন্দা ফুলে জমেছে বৃষ্টির পানি। নূরনগর, খুলনা, ১১ অক্টোবরচিড়া ও মুড়ির মোয়া বিক্রি করতে শহরে এসেছেন এই তরুণ। কাচারিবাজার, রংপুর, ১১ অক্টোবরজেলা পর্যায়ে বিদ্যালয়ভিত্তিক গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। ঐতিহ্যবাহী কাবাডি খেলছে সদর উপজেলা বনাম কাউনিয়া উপজেলা দল। জিলা স্কুলমাঠ, রংপুর, ১১ অক্টোবরছাদবাগানের বৃষ্টিভেজা গাছে দৃষ্টিনন্দন বকফুল। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর ১১ অক্টোবরপুকুরে ডুবসাঁতারে স্নান শেষে পাড়ে উঠে পালকের পানি ঝাড়ছে রাজহাঁস। নয়নামতি, পাবনা, ১১ অক্টোবরবড় বড় গাছের টুকরা কেটে জ্বালানির কাঠ তৈরি করছেন এক কাঠুরি। গাছপাড়া, পাবনা, ১১ অক্টোবরছাদবাগানের গাছে সবুজ পাতার ফাঁকে ঝুলে আছে সবজি ধুন্দুল। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর, ১১ অক্টোবরশরতের শেষ দিকে এসে প্রায় প্রতিদিনই সকালে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায়। মাহানপাড়া, পঞ্চগড়, ১১ অক্টোবরমিলন বৌদ্ধবিহারে সম্মিলিত জাতীয় কঠিন চীবর দান অনুষ্ঠান শেষে রাতে ফানুস ওড়ানো হয়। রাঙ্গা পানি, রাঙামাটি, ১১ অক্টোবরশীতকালীন সবজি লাউ। এখন বাজারে এর দাম ও কদর একটু বেশি। নিজের সবজি বাগানের লাউমাচা থেকে তুলে বাজারে বিক্রি করছেন কৃষক হান্নান শেখ। কোমরপুর, ফরিদপুর, ১১ অক্টোবরকতবেল পাকানোর জন্য সড়কের ধারে রোদে শুকাতে দিচ্ছেন ফল ব্যবসায়ী। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ১১ অক্টোবরকরতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোর হৃদয় হোসেনের (১৪) খোঁজে নদীর তীরে স্থানীয় লোকজন। রহমান নগর, শেরপুর, বগুড়া, ১১ অক্টোবরপাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় ও স্কয়ার গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘আলোমতি প্রেমকুমার’ নামের ঝুমুর যাত্রাপালা পরিবেশিত হয়। বনমালী শিল্পকলা কেন্দ্র মিলনায়তন, পাবনা, ১০ অক্টোবরমাঠ থেকে আউশ ধান কেটে কাঁধে করে নিয়ে যাচ্ছেন এক কৃষক। তংপ্রু পাড়া, বান্দরবান, ১১ অক্টোবরগাছের মগডালে বসেছে শ্যামা পাখি। ভাগ্যকুল, বান্দরবান, ১১ অক্টোবরগ্রামে গ্রামে নছিমনে ঘুরে মাছের পোনা বিক্রি করতে বেড়িয়েছেন পোনা ব্যবসায়ীরা। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ১১ অক্টোবর