যাযাবর বেদে সম্প্রদায়ের লোকজন সাধারণত নদীতে নৌকায় থাকেন। কিন্তু শীতকালে নদীতে পানি কমে গেল জীবিকা নির্বাহের জন্য তাঁরা স্থলভাগে চলে আসেন। এ সময় তাঁরা দেশের বিভিন্ন জায়গায় এমন ছাপরায় থাকেন। গোয়াইনঘাট, সিলেট, ২৭ ডিসেম্বরপথের ধারে ফুটে থাকা ফুলের ওপর বসেছে মৌমাছি ও প্রজাপতি। হবিনগর, শায়েস্তাবাদ, বরিশাল, ২৭ ডিসেম্বরশীতে কম্বলের বেচাকেনা বেড়ে যায়। ফুটপাতে নানান রকমের কম্বল নিয়ে বসেছেন বিক্রেতা। এখানে ২৫০ থেকে শুরু করে প্রায় ২ হাজার টাকা দামের কম্বল পাওয়া যায়। বন্দরবাজার, সিলেট, ২৭ ডিসেম্বরনৌকা তৈরি করছেন কারিগর। রিজার্ভ বাজার, রাঙামাটি, ২৭ ডিসেম্বর
বিজ্ঞাপন
ঝিলিমিলি বেলুন শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে বর্তমানে বেশ জনপ্রিয়। বিক্রির জন্য বেলুন নিয়ে ঘুরছেন বিক্রেতারা। প্রতিটি বেলুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, পাবনা, ২৭ ডিসেম্বরবাঁশ–বেতের তৈরি পণ্য তৈরি শেষে রোদে শুকাতে দিচ্ছেন এক কারিগর। কাপ্তানবাজার, কুমিল্লা, ২৭ ডিসেম্বর
বিজ্ঞাপন
পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিক্ষার্থীরা। সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, পাবনা, ২৭ ডিসেম্বরতিস্তা নদীতে নৌকা ভাসিয়ে মাছ শিকারের জন্য নেমেছেন এক ব্যক্তি। গঙ্গাচড়া, রংপুর, ২৭ ডিসেম্বরপদ্মা নদীর পারে ধলার মোড়ে ঘুড়ি উৎসবকে ঘিরে বসেছে মেলা। মেলায় মাটির খেলনার পসরা সাজাচ্ছেন এক দোকানি। ডিক্রির চর, ফরিদপুর, ২৭ ডিসেম্বরবাবা কাজ করছেন চরাঞ্চলে। তাঁর জন্য খাবার নিয়ে নৌকার অপেক্ষায় কিশোর। গঙ্গাচড়া, রংপুর, ২৭ ডিসেম্বরজমিতে দেওয়ার জন্য নদী থেকে পানি নিয়ে যাচ্ছেন এক কৃষক। ছালাপাক, গঙ্গাচড়া, রংপুর, ২৭ ডিসেম্বরলাল আভা ছড়িয়ে অস্ত যাচ্ছে সূর্য। মাধাইনগর, তাড়াশ, সিরাজগঞ্জ, ২৭ ডিসেম্বরতিন দিনের ‘জয়নুল উৎসব ২০২৪’ উদ্বোধনের দিনে মেলায় আগত শিশুরা বায়োস্কোপ দেখছে। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৭ ডিসেম্বর