বাড়ির সামনে ছোট পুকুরে ফুটন্ত লাল শাপলা ফুল। বাড়ৈপাড়া এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৫ সেপ্টেম্বর গত দুই দিনের বৃষ্টিতে পানি জমেছে জমিতে। সেখানে এসেছে মাছ। সেই মাছ ধরতে ডারকি নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। নাসিরাবাদ এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৫ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
সাদা শাপলায় ভরপুর বিল। খাবারের খোঁজে বিলে এসেছে সাদা বক। মেদি বিল, দক্ষিণ সুরমার, সিলেট, ১৫ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
মাছ শিকারের জন্য নদীতে জাল পেতে রাখছেন মৎস্যজীবী। সুরমা নদীর মেন্দিবাগ এলাকা, সিলেট, ১৫ সেপ্টেম্বর খালি বোতলে পাহাড়ি ছড়া থেকে পানি ভরে ঘরে নিয়ে যাচ্ছেন ত্রিপুরা সম্প্রদায়ের একজন নারী। রুইলুই ত্রিপুরাপাড়া এলাকা, সাজেক, রাঙামাটি, ১৫ সেপ্টেম্বর মেঘের রাজ্য সাজেক। শরতের দিনে মেঘের ছোটাছুটি খেলা উপভোগ করার সময় এখন। রুইলুই পর্যটনকেন্দ্রের সাম্পারি রিসোর্ট, বাঘাইছড়ি, রাঙামাটি, ১৫ সেপ্টেম্বর বিক্রির জন্য ভাটা থেকে ইট বের করছেন শ্রমিক। রসুলপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৫ সেপ্টেম্বর বানার নদের পাড়ে শিকারের অপেক্ষায় মাছরাঙাটি। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ১৫ সেপ্টেম্বর জমি থেকে বিক্রির জন্য লাউ তুলেছেন এই কৃষক। বলদিপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৫ সেপ্টেম্বর দল বেঁধে মুলাখেতে নিড়ানি দিচ্ছেন নারী কৃষিশ্রমিকেরা। মোলংহাট এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৫ সেপ্টেম্বর জুম থেকে করলা নিয়ে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক নারী। চিম্বুক এলাকা, বান্দরবান, ১৫ সেপ্টেম্বর শরৎকালে দেখা মিলেছে কদম ফুলের। আদালত এলাকা, কুমিল্লা, ১৫ সেপ্টেম্বর প্রতিটি লাউ ১৫ টাকা দরে কিনে শহরে এনে বিক্রি করছেন খুচরা বিক্রেতা আবুল কালাম আজাদ। উপশহর, রাজশাহী, ১৫ সেপ্টেম্বরঝুম বৃষ্টিতে ভিজে ব্যাটারিচালিত রিকশা চালাচ্ছেন এক ব্যক্তি। রেলস্টেশন সড়ক। রাজশাহী, ১৫ সেপ্টেম্বরগ্রামের এক প্রান্তে ধানখেতের পাশে ফুটেছে কাশফুল। সোনাকানিয়া, গাবতলী, বগুড়া, ১৫ সেপ্টেম্বরনীলগিরির ফসলের মাঠে জুম ধানের পাশাপাশি কাঁকন ধানের চাষ করছেন পাহাড়ের শ্রমিকেরা। নীলগিরি, বান্দরবান, ১৫ সেপ্টেম্বরগোধূলি বেলায় হাওরে ডিঙিনৌকা করে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। মিঠামইন, কিশোরগঞ্জ, ১৪ সেপ্টেম্বর