একঝলক (১৯ জানুয়ারি ২০২৫)

পাকা ফল তুলছেন জুম চাষি এই নারী। আমলকী পাহাড়, কাপ্তাই, রাঙামাটি, ১৯ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
পোর্ট রোডের বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে নদীপথে ইলিশ মাছ এসেছে। ড্রামভর্তি সেই মাছ খালাস করে আড়তে নিচ্ছেন শ্রমিকেরা। রসুলপুর, বরিশাল, ১৯ জানুয়ারি
ভোরে ভৈরব নদের পারে শরীরচর্চায় ব্যস্ত তাঁরা। ৭ নম্বর ঘাট, খুলনা, ১৯ জানুয়ারি
নগরের বিভিন্ন বাজার থেকে জবাই করা গবাদিপশুর চামড়া কিনে তা প্রক্রিয়াজাত করে রাখছে এক কর্মচারী। প্রতিদিন ২৫ থেকে ৩০টি চামড়া ব্যবসায়ীরা বাজার থেকে কিনে আনেন। মান অনুযায়ী ৪০০ থেকে ১২০০ টাকা দাম পড়ে। প্রক্রিয়াজাত শেষে এসব চামড়া ঢাকায় আড়তদারের কাছে পাঠানো হয়। ঢাকার আড়তদারেরা প্রতি ফুট ৪৫ থেকে ৫০ টাকা হিসেবে কিনে নেন। রসুলপুর, বরিশাল, ১৯ জানুয়ারি
আড়ত থেকে পাইকারি দরে কলা কিনেছেন খুচরা বিক্রেতা। ভ্যানে সাজিয়ে নিচ্ছেন খুচরা বিক্রির জন্য। কাজীরবাজার, সিলেট, ১৯ জানুয়ারি
যমুনা নদীর কোলজুড়ে বোরো ধান রোপণে ব্যস্ত এক কৃষক। পাশ দিয়ে মাছ শিকারে যাচ্ছেন এক জেলে। দীঘলকান্দি, সারিয়াকান্দি, বগুড়া, ১৯ জানুয়ারি
সুপারি বিক্রির আগে রোদে শুকাতে দিয়েছেন ব্যবসায়ী। কাজীরবাজার, সিলেট, ১৯ জানুয়ারি
যমুনা নদীর কোথাও শুকনো আবার কোথাও পানি আছে। পানি থাকা স্থানে জাল দিয়ে মাছ শিকারে নেমেছেন এক জেলে। দীঘলকান্দি, সারিয়াকান্দি, বগুড়া, ১৯ জানুয়ারি
জুমে চাষ করা হয়েছে এই কচু। খেত থেকে সংগ্রহের পর আঁশ ছাড়ানো হচ্ছে বাজারজাত করার জন্য। তেঁতুলতলা, রাঙামাটি, ১৯ জানুয়ারি
প্রথম স্কুলে যাচ্ছে শিশু রাইয়ান। পেছনে মা এলেও সাইকেল চালিয়েই স্কুলে রওনা হয়েছে সে। কাশিপুর, পাবনা, ১৯ জানুয়ারি
তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর শিশু। বাড়ির আঙিনায় দোপাট্টা পিনোন তৈরির কাজ শিখছে। কাপ্তাই, রাঙামাটি, ১৯ জানুয়ারি
হলুদ শর্ষে ফুল থেকে সবুজ ফলে পরিণত হয়েছে অনেক জমিতে। সাত সকালে এমনই এক জমিতে এক কৃষক। নাজিরপুর, পাবনা, ১৯ জানুয়ারি
বাড়ির সামনে ছাগলছানাদের বোতলে করে দুধ খাওয়াচ্ছেন এক ব্যক্তি। জানপুর, রংপুর, ১৯ জানুয়ারি
বিদ্যালয়ে টিফিনের এক ফাঁকে বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছে শিশুরা। টংকাবতী ব্রিকফিল্ড বাজার, বান্দরবান, ১৯ জানুয়ারি
ভুট্টাখেতের ভেতরে লালশাক আবাদ করা হয়েছে। চানকুঠি, রংপুর, ১৯ জানুয়ারি
ভাঁড়ে করে ফুলকপি বিক্রির জন্য বেরিয়েছেন তিনি। প্রতিটি ফুলকপি বিক্রি করবেন ২০ টাকা দরে। কিনব্রিজ, সিলেট, ১৯ জানুয়ারি
মাঘ মাসের শুরুতেই গাছে গাছে আসতে শুরু করেছে আমের মুকুল। চানপুর, কুমিল্লা, ১৯ জানুয়ারি
শতবছরের পুরোনো এই ছাত্রাবাস পুরান ঢাকার যেমন ঐতিহ্য, তেমনি কবি নজরুল সরকারি কলেজের ছাত্রদের মাথাগোঁজার একমাত্র অবলম্বন। দীর্ঘদিন সংস্কার না করায় জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ছে। এরপরও এটি সংস্কারের উদ্যোগ নেয়নি কলেজ কর্তৃপক্ষ। ফরাশগঞ্জের মোহিনী মোহন দাস লেন, ঢাকা, ১৮ জানুয়ারি
খেজুরগাছে ফুল ধরেছে। আদালত এলাকা, কুমিল্লা, ১৯ জানুয়ারি