Thank you for trying Sticky AMP!!

একঝলক (১৬ নভেম্বর, ২০২২)

অগ্রহায়ণের আগমনে গ্রামের ঘরে ঘরে নতুন ধান উঠছে। মাঠে মাঠে ধান কাটা, পরিবহন, মাড়াই ও ঝাড়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন কিষান-কিষানিরা। মালঞ্চী, পাবনা, ১৬ নভেম্বর
গোয়ালন্দ উপজেলার একজন সফল খামারি ও উদ্যোক্তা হুমায়ুন আহমেদ। দৌলতদিয়া তোরাপ শেখের পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৫ নভেম্বর
বগুড়ায় কলেজ থিয়েটারের আয়োজনে সরকারি মজিবুর রহমান মহিলা কলেজে দিনব্যাপী নবান্ন উৎসবের আয়োজন করা হয়। সেখানে ভাপা পিঠা তৈরি করছেন এক বিক্রেতা। সরকারি মজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া, ১৬ নভেম্বর
রাখের উপবাসের ব্রত শেষে মাটির প্রদীপগুলো ভাসিয়ে দেওয়া হয় পুকুরে। শ্রীশ্রী শ্রীমঙ্গেলশ্বরী কালীবাড়ি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৫ নভেম্বর
নবান্ন উৎসবে ধান কাটা প্রতিযোগিতার আয়োজন করেছেন কৃষক মনিরুজ্জামান। সেখানে অতিথি হিসেবে ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, কৃষি কর্মকর্তা, শিক্ষকসহ অনেকে। এই অতিথিরা খেত থেকে ধান কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন। চার বছর ধরে এই গ্রামে মনিরুজ্জামান নিজ উদ্যোগে উৎসবের আয়োজন করে আসছেন। চৈতন্যপুর, গোদাগাড়ী, রাজশাহী, ১৬ নভেম্বর
কৃষক ইসহাক ব্যাপারী ১৪ হাজার টাকা খরচ করে নৌকা তৈরি করেছেন। নৌকাটি দিয়ে গবাদিপশুর ঘাস আনার কাজ করা হবে। স্ত্রী জমেলা বেগমকে সঙ্গে নিয়ে নৌকায় আলকাতরার প্রলেপ দিচ্ছেন তিনি। সাদিপুর, সদর উপজেলা, ফরিদপুর, ১৬ নভেম্বর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ১৯টি বিভাগের ২৩৭ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ-২০২২ দেওয়া হয়। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। কুমিল্লা, ১৬
নতুন ধান কেটে আনা হয়েছে বাড়ির উঠানে। সেখানে মাড়াইয়ের কাজ করছেন কৃষিশ্রমিকেরা। মালঞ্চী, পাবনা, ১৬ নভেম্বর
আর কয়েক দিন পরই ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে। চাহিদা থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিটি জার্সি ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি করছেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞানের ছাত্র মো. রিয়াজ উদ্দিন অপু। কুমিল্লা, ১৬ নভেম্বর
হেমন্তের আগমনীতে কার্তিকপূজা অনুষ্ঠিত হয়। পূজার জন্য তৈরি করা হচ্ছে ঘট। আকারভেদে একেকটি ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। দুর্গাবাড়ী মন্দির প্রাঙ্গণ, ময়মনসিংহ, ১৬ নভেম্বর
বাগান থেকে তোলা চা-পাতা ট্রাক্টরে করে কারখানায় নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। ভরা মৌসুমে একেকজন ৫০ থেকে ৬০ কেজি পাতা তোলেন। ভাড়াউড়া চা-বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৬ নভেম্বর