টানা বৃষ্টিতে খাল-বিলে পানি বেড়েছে। সেতুর রেলিং থেকে দল বেঁধে পানিতে লাফিয়ে পড়ছে দুরন্ত কিশোরেরা। বৈকুণ্ঠপুর, রংপুর, ২৩ মে বিকেলে পাহাড় থেকে মহিষের পাল নিয়ে ফিরছেন রাখাল। পটিয়া, চট্টগ্রাম, ২৩ মে
বিজ্ঞাপন
খাবারের খোঁজে কসাই পাখিটি। এ পাখির মূল খাদ্য টিকটিকি, গিরগিটি, কেঁচো, ঘাসফড়িং ও গঙ্গাফড়িং। পিতলাই, মানিকগঞ্জ, ২৩ মে
বিজ্ঞাপন
ফুটেছে গ্রীষ্মের ফুল কৃষ্ণচূড়া। সবুজ প্রকৃতিতে ছড়িয়েছে বর্ণিল আভা। সাপছড়ি পাহাড়, রাঙামাটি, ২৩ মেবাগানির কাছ থেকে কিনে রাঙ্গুই আম ট্রাকভর্তি করছেন পাইকারেরা। বার্মা প্রজাতির এ আম পাহাড়ে চাষ হয় এবং ফলনও ভালো। ট্রাক টার্মিনাল, রাঙামাটি, ২৩ মেপাহাড় ঘেঁষে থাকা মারমা জনগোষ্ঠীর একটি গ্রাম। বর্ষায় পাহাড়ধসের ঝুঁকি নিয়েই সেখানে বসবাস করবে প্রায় ২০০ পরিবার। তম্বপাড়া, কাপ্তাই, রাঙামাটি, ২৩ মেরোদে সড়কে ভুট্টা শুকাচ্ছেন এক কৃষক। এবার ভুট্টার ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। সোনাকান্দা, দাউদকান্দি, কুমিল্লা, ২৩ মে খাবারের খোঁজে রঙ্গন ফুলের সামনে এসে বসেছে মোচা টুনি পাখি। জাফরাবাদ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২২ মেট্রলিতে করে খড় নিয়ে যাওয়া হচ্ছে। জায়গা না থাকায় খড়ের ওপর বসেছেন দুই ব্যক্তি। অষ্টগ্রামের বাহাদুরপুর, কিশোরগঞ্জ, ২০ মেসেতু নির্মাণকাজে ব্যবহৃত পাইলিংয়ের কেসিং পাইপ ঝালাই করছেন ওয়ার্কশপের শ্রমিকেরা। বদরপুর এলাকা, ফরিদপুর, ২৩ মেপুকুরের পানি শুকিয়ে গেছে। কাদাপানিতে মাছ শিকারে নেমেছে শিশুরা। নাজিরপুর, পাবনা, ২৩ মে খেত থেকে ঢ্যাঁড়স সংগ্রহ করা হচ্ছে। বাজারে ঢ্যাঁড়সের দামও ভালো পাচ্ছেন বলে জানালেন তাঁরা। দাপুনিয়া, পাবনা, ২২ মেবাড়ির পাশে সড়কে খড় শুকাচ্ছেন এক গৃহবধূ। পিয়ারপুর, কৈজুরী ইউনিয়ন, ফরিদপুর ২৩ মেরাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে উন্নয়নকাজ চলছে। এতে যানবাহনের জট লেগে থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে চলাচলকারীদের। কালুখালী, রাজবাড়ী, ২২ মেখাবারের খোঁজে ফসলের মাঠে জোড়া শামুকখোল পাখি। মাদলা এলাকা, শাজাহানপুর, বগুড়া, ২৩ মেবাঁশের তৈরি বিভিন্ন ধরনের খাঁচা বিক্রির জন্য ভ্যানে করে বাজারে নেওয়া হচ্ছে। গোবর্ধনপুর গ্রাম, বগুড়া ২৩ মে। ভ্যানে করে তালশাঁস বিক্রি করছেন একজন বিক্রেতা। পুষ্টিবিদেরা বলছেন, তালশাঁসের বেশির ভাগ অংশ জলীয়। ফলে দ্রুত শরীর শীতল করার পাশাপাশি আবহাওয়ার তারতম্যের কারণে শরীর দ্রুত পানি হারালে তা পূরণ করতে পারে। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২৪ মে। ক্রেতার বাড়িতে এলপিজি সিলিন্ডার পৌঁছে দিতে ঝুম বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কারমাইকেল সড়ক, বগুড়া, ২৪ মেবগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বিএনপির রংপুর ও রাজশাহী বিভাগের সমন্বয়ে এ আয়োজন করা হয়। মূল অনুষ্ঠান শুরুর আগেই বৃষ্টি নামায় বিড়ম্বনায় পড়েন আয়োজনকারীরা। সেন্ট্রাল হাইস্কুল মাঠ, বগুড়া, ২৪ মেকক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের সর্বশেষ প্রান্ত সাবরাং ট্যুরিজম পার্ক এলাকায় রঙিন নৌকার সারি। মেরিন ড্রাইভ, কক্সবাজার, ২৪ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নজরুলগীতিতে নৃত্য পরিবেশন করছে বাবুডাইং আলোর পাঠশালার সাংস্কৃতিক দলের সদস্যরা। বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী, ২৪ মে সকাল থেকেই খুলনায় মেঘলা আবহাওয়া ছিল। বেলা বাড়ার পর নামে ঝুম বৃষ্টি। গোয়ালখালী, খুলনা, ২৪ মেবনের ঝোপঝাড়ে পোকামাকড়ের খোঁজে বড় ভীংরাজ বা ড্রংগো পাখি। কাপ্তাই, রাঙামাটি, ২৪ মে ঈদের দীর্ঘ ছুটি পুষিয়ে নিতে শনিবারও খোলা ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল ছুটির পর বাড়ি ফিরছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মালিগাছা, ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, পাবনা, ২৪ মেনীলফামারীর সৈয়দপুরে প্ল্যান ইন্টারন্যাশনালের আয়োজনে ও প্রথম আলোর সহযোগিতায় যুব সম্মেলন অনুষ্ঠিত। সৈয়দপুর, নীলফামারী, ২৪ মে