কাপ্তাই হ্রদের নীল জলে চলছে পর্যটকবাহী নৌযান। কাটাছড়ি, রাঙামাটি, ১৬ আগস্টগবাদিপশুর খাবার শুকনো খড়ের চাহিদা বেড়ে যায় বর্ষায়। নৌকায় করে দূরদূরান্ত থেকে খড় আনা হচ্ছে পাবনায়। চলনবিল, ফরিদপুর, পাবনা, ১৫ আগস্টধানের চারা রোপণ করছেন কৃষকেরা। দিঘী, মানিকগঞ্জ, ১৬ আগস্টখাবারের সন্ধানে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দুটি দলছুট কালোমুখ হনুমান। খাবার দিতে খুব কাছে যাওয়ায় ভয় দেখাচ্ছে হনুমানটি। জালালপুর, পাবনা, ১৬ আগস্ট
বিজ্ঞাপন
শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। নওয়াববাড়ি, বগুড়া, ১৬ আগস্টবর্ষায় বাইরে বের হতে গেলেই দরকার হয় ছাতার। পাড়া–মহল্লায় ঘুরে ঘুরে ছাতা মেরামতের কাজ করছেন এই ব্যক্তি। ইসলামপুর, মিঠাপুকুর, রংপুর, ১৬ আগস্ট
বিজ্ঞাপন
পাহাড়ি হাটে বিক্রি হচ্ছে জনপ্রিয় খাবার বাঁশ কোড়ল। দেওয়ানপাড়া, রাঙামাটি, ১৬ আগস্টকড়া রোদের মধ্যে মাথায় গামছা দিয়ে নার্সারিতে কাজ করছেন এক শ্রমিক। ইসলামপুর, মিঠাপুকুর, রংপুর, ১৬ আগস্টবিক্রির জন্য সড়কের পাশে সারি সারি আখ সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। গিলন্ড, মানিকগঞ্জ, ১৬ আগস্টখেয়াঘাট থেকে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে নৌকা। কালিতলা খেয়াঘাট, সারিয়াকান্দি, বগুড়া, ১৬ আগস্টঝোপের মধ্যে ভেষজ আকন্দগাছে ফুল ফুটেছে। ইমাম বাজার, মৌলভীবাজার, ১৬ আগস্টমাটি ছাড়া জন্মানো ঝুলন্ত শিকড়ের অর্কিড ফুল রয়েছে। আর সরাসরি মাটিতে জন্মায় বলে ফুলটি ‘গ্রাউন্ড অর্কিড’ নামে পরিচিত। কান্দিরপাড়, কুমিল্লা, ১৬ আগস্টবর্ষার পানিতে ভরে উঠেছে খাল–বিল। খালে চলছে ডিঙিনৌকা। ডুমুরিয়া, খুলনা, ১৬ আগস্টউজানের ঢলে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করেছেন নদী–তীরবর্তী এলাকার মানুষ। চন্দনবাইশা, সারিয়াকান্দি, বগুড়া, ১৬ আগস্টহলুদ ফুলে উড়ে এসে বসেছে একটি মৌমাছি। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ১৬ আগস্টনোয়াপতং খালের ওপর নির্মিত সোনাই সেপ্রু সেতুটি ধসে পড়ে আছে দীর্ঘদিন। গাছের তৈরি সাঁকোতে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে হাজারো মানুষকে। মুরুংক্ষ্যং পাড়া, বান্দরবান, ১৬ আগস্টশ্রাবণের শেষ বিকেলে লাল আভা ছড়িয়ে অস্ত যাচ্ছে সূর্য। যুগীদহ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৫ আগস্টজন্মাষ্টমীর শোভাযাত্রায় নানা সাজে অংশ নেন ভক্তরা। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৬ আগস্টরঙিন ফুলে মধুর খোঁজে প্রজাপতির ওড়াউড়ি। লিচুবাগান, রাঙামাটি, ১৬ আগস্টবৃষ্টির পানি জমে মরে গেছে মরিচগাছ। এ কারণে বর্ষায় বেড়েছে কাঁচা মরিচের দাম। ধুলাউড়ি, সাঁথিয়া, পাবনা, ১৬ আগস্টগাছের ডালে বসে আছে সাদা বক। সবুজের মধ্যে দূর থেকে সাদা বক সহজেই চোখে পড়ে। আজমেরু, মৌলভীবাজার, ১৫ আগস্টসিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধার করছে যৌথ বাহিনী। উদ্ধার হওয়া পাথর সাদাপাথর এলাকায় নেওয়ার জন্য ট্রাকে তোলা হচ্ছে। ধোপাগুল, সিলেট, ১৬ আগস্টপদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া লঞ্চঘাট এলাকার অনেক স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। পাটুরিয়া লঞ্চঘাট, মানিকগঞ্জ, ১৬ আগস্টঢাকা–আরিচা মহাসড়কের পাশে ফেলা হচ্ছে ময়লা। সড়কের ওপরে ময়লা চলে আসায় ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহনচালকদের। আমিনবাজার, সাভার, ঢাকা, ১৬ আগস্টরাজশাহী নগরের বোয়ালিয়া থানাধীন দড়িখরবোনা এলাকায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযানের সময় সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। দড়িখরবোনা, রাজশাহী, ১৬ আগস্ট