রাতের বৃষ্টির ফোঁটা জমেছে অলকানন্দা ফুলে। লিচুবাগান, রাঙামাটি, ৫ অক্টোবরহঠাৎ করেই বাজারে মরিচের দাম বেড়েছে। মাঠে বাড়ন্ত মরিচখেতে হেলে পড়া গাছ কাঠি দিয়ে বেঁধে দিচ্ছেন তিন নারী। চাপড়া, ধুনট, বগুড়া, ৫ অক্টোবর
বিজ্ঞাপন
শিকারের খোঁজে কলাপাতায় বসেছে শিকারি ল্যাঞ্জা লাটোরা পাখি। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ৫ অক্টোবর
বিজ্ঞাপন
রাতে জাল ফেলে রেখেছিলেন। আটকা পড়া ছোট মাছ তুলে রাখছেন এই মৎস্যশিকারি। আসামবস্তি সেতু, রাঙামাটি, ৫ অক্টোবরজুমের ফসল ভুট্টা, শসা, মার্ফা, চিনালসহ বিভিন্ন ফলমূল বিক্রি করছেন এক জুমচাষি। জেনারেল পোস্ট অফিসের সামনে, রাঙামাটি,৫ অক্টোবরসাপ্তাহিক বাজারে নৌকাভর্তি মুলা নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। সাঙ্গু ব্রিজ, বান্দরবান, ৫ অক্টোবরবটগাছের পাকা ফলে জড়ো হয়েছে লাল পিঁপড়া। তেঁতুলিয়াপাড়া, বান্দরবান, ৫ অক্টোবরঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি বাসে আরেক বাসের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সদস্যরা। শ্রীনগর, মুন্সিগঞ্জ, ৫ অক্টোবরবটগাছের পাকা ফল খেতে এসেছে সবুজ পায়রা। তেঁতুলিয়াপাড়া, বান্দরবান, ৫ অক্টোবরপলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার রোধে সচিবালয়ের সব প্রবেশপথে তল্লাশি চালানো হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা প্লাস্টিক বন্ধে অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ সচিবালয়, ঢাকা, ৫ অক্টোবর শিমগাছে ফুল ধরেছে। দিঘলবাগ, ধোবাউড়া, ময়মনসিংহ শাখা নদীতে খরা জাল পেতে মাছ ধরছেন এক জেলে। দোগাছি, পাবনা, ৫ অক্টোবরভোরে শান্ত জলে মাছ শিকারে নেমেছেন জেলে। নৌকা বেয়ে চলেছেন এক মাঝি। দ্বীপচর, দোগাছি, পাবনা, ৫ অক্টোবরজমে থাকা বৃষ্টির পানিতে দাপাদাপি করছে শিশুরা। দশগেট, বটিয়াঘাটা, খুলনা, ৫ অক্টোবরফুলটির নাম লান্টানা। অনেকে এটিকে রং-চঙে ফুল বলেও চেনে। এটি একটি ঝোপজাতীয় গাছ, যার ফুলগুলো দেখতে খুব আকর্ষণীয়। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ, কুমিল্লা, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবার বর্ণাঢ্য র্যালি বের করে। ডি সি অফিস রোড, পিরোজপুর, ৫ অক্টোবরফুল বিক্রির চেষ্টায় এক কিশোরী। বিজয় সরণি মেট্রোরেল স্টেশন সিগন্যাল, ঢাকা, ৫ অক্টোবর অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে তিস্তা নদী রক্ষা আন্দোলন, বিএনপি জেলা ও মহানগর শাখার আয়োজনে নগরে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কাছারিবাজার, রংপুর, ৫ অক্টোবরমাছ শিকারে ব্যস্ত এক মৎস্যজীবী। তালজাঙ্গা, তাড়াইল, কিশোরগঞ্জ, ৫ অক্টোবর