একঝলক (১০ ফেব্রুয়ারি ২০২৫)

শজনে ফুলের মধু খাচ্ছে ছোট্ট পাখি মৌটুসি। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ১০ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
খাবারের সন্ধানে এদিক-ওদিক ছুটছে আর সঙ্গীকে ডাকছে একটি পুরুষ বেগুনি মৌটুসি। গোবিন্দা, পাবনা, ১০ ফেব্রুয়ারি
লাল লতিকা হট্টিটি পাখি। সাধারণত জলাভূমি ও আশপাশের এলাকায় এ পাখির দেখা মেলে। রোববার রাতে ফ্লাডলাইটের আলোয় ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা মিলেছিল এ পাখির। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ঢাকা, ৯ ফেব্রুয়ারি
চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী সমুদ্রপাড় এলাকার প্রায় ২০০ পরিবার খাওয়ার পানির সংকটে আছে। দীর্ঘদিন ধরে পরিবারগুলোকে খাওয়ার পানি দেন গরুর খামারের মালিক জালাল উদ্দিন আহমেদ। দক্ষিণ কাট্টলী, চট্টগ্রাম, ১০ ফেব্রুয়ারি
পথের ধারে ফুটেছে ফুল। সেই ফুল নিয়ে খেলায় মগ্ন দুই শিশু। বাইশটিলা, সিলেট, ১০ ফেব্রুয়ারি
চট্টগ্রামের বলুয়ার দিঘির পশ্চিম পাড়ের জাফর সওদাগরের কলোনি আগুনে পুড়ে গেছে। সব হারিয়ে এক নারীর আর্তনাদ। বলুয়ার দিঘি, চট্টগ্রাম, ১০ ফেব্রুয়ারি
ভাঙন রোধে কীর্তনখোলা নদীর তীরে ফেলা হচ্ছে বালুর বস্তা। মুক্তিযোদ্ধা পার্ক এলাকা, বরিশাল, ১০ ফেব্রুয়ারি
প্রিজন ভ্যান থেকে নেমে আদালতে যাচ্ছেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত, ঢাকা, ১০ ফেব্রুয়ারি
গরু দিয়ে জমি চাষ করছেন একজন কৃষক। বাড়ির পাশের এই জমিতে শাক লাগাবেন তিনি। বাইশটিলা, সিলেট, ১০ ফেব্রুয়ারি
ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উচ্চ লাফে অংশ নেয় শিক্ষার্থীরা। খালাসি দুর্গাপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ১০ ফেব্রুয়ারি
বাজারে আসতে শুরু করেছে রসালো ফল তরমুজ। নিমসার ফল বাজার, কুমিল্লা, ১০ ফেব্রুয়ারি
বছরের এই সময়ে সূর্যমুখীখেত ফুলে ফুলে ভরে ওঠে। কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়ায় অবস্থিত কৃষি গবেষণা ইনস্টিটিউট মাঠে লাগানো সূর্যমুখীগাছ পরিচর্যায় ব্যস্ত এক শ্রমিক। কৃষি গবেষণা ইনস্টিটিউট, কুমিল্লা, ১০ ফেব্রুয়ারি
শিকারের অপেক্ষায় ডাহুক। শিরোইল, রাজশাহী, ১০ ফেব্রুয়ারি
গরুর গাড়িতে করে জৈব সার নিয়ে যাচ্ছেন দুই কৃষক। এই জৈব সার জমিতে দেওয়া হবে। ফসলে রাসায়নিক সার ব্যবহার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় জৈব সারের ব্যবহার বাড়ছে। শ্যামপুর, রংপুর, ১০ ফেব্রুয়ারি
খেতে কাজ করা শ্রমিকদের জন্য খাবার নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। পালিচড়া, রংপুর, ১০ ফেব্রুয়ারি