একঝলক (২৯ আগস্ট ২০২৫)

রঙ্গন ফুলে বসেছে বর্ণিল প্রজাপতি। চরশোলাকিয়া এলাকা, কিশোরগঞ্জ, ২৯ আগস্ট
ছবি: তাফসিলুল আজিজ
বাবা সাঁতার শেখাচ্ছেন ছেলেকে। সকালের স্নিগ্ধ আলোয় ক্রিসেন্ট লেকের টলটল পানিতে এ রকম আরও কয়েকটি পরিবার দেখা যায়। প্রতি শুক্রবার তাঁরা সন্তানদের নিয়ে সাঁতার শেখাতে আসেন এখানে। ক্রিসেন্ট লেক, জিয়া উদ্যান, ঢাকা, ২৯ আগস্ট
খেত থেকে শসা প্রজাতির ফল সংগ্রহ করছেন জুমচাষি পাহাড়ি নারী। কাউখালী, রাঙামাটি, ২৯ আগস্ট
পুরো ফুটপাত দখল করে প্রতিদিনই এখানে বাজার বসে বিভিন্ন পণ্যের। শাকসবজি, ফলমূলের পাশাপাশি মাছের বাজারও আছে। ভোর থেকে চলে কেনাকাটা। আওরঙ্গজেব রোড, মোহাম্মদপুর, ঢাকা, ২৯ আগস্ট
শরতের আকাশে রংধনুতে কাপ্তাই হ্রদের মোহনীয় রূপ। বালুখালী, রাঙামাটি, ২৯ আগস্ট
সড়কের পাশে ডোবায় ফুটে আছে বেগুনি রঙের শাপলা ফুল। কিরাটন এলাকা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২৮ আগস্ট
পদচারী–সেতু থাকার পরও বিপজ্জনকভাবে সড়ক বিভাজকের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছেন নারী, শিশু ও অন্য পথচারীরা। মিরপুর-১ চত্বর, ২৮ আগস্ট
পিরোজপুর থেকে নৌপথে হালিমের জন্য বিভিন্ন আকারের মাটির পাত্র বাল্কহেড থেকে নামাচ্ছেন শ্রমিকেরা। এসব পাত্র রাজধানীর বিভিন্ন হালিমের দোকানে সরবরাহ করা হয়। মিরপুর-১, দারুসসালাম বেড়িবাঁধ এলাকা, ২৮ আগস্ট
মহাসড়কের একটি লেন পুরোপুরি দখল করে বসেছে ভ্রাম্যমাণ দোকানপাট, গড়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিকশার পার্কিং। এতে সৃষ্টি হচ্ছে যানজটের, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ঢাকা-আরিচা মহাসড়ক, হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকা, সাভার, ঢাকা ২৮ আগস্ট
সিলেট শহরতলির সবুজ-শ্যামল বাইশটিলা গ্রামের পাশেই উফতা হাওর। বর্ষার শুরু থেকে হাওরে পানি শুকিয়ে যাওয়ার আগপর্যন্ত পরিবার-পরিজন নিয়ে এই হাওরে নৌকায় ঘুরে বেড়ান অনেকে। সিলেট, ২৮ আগস্ট
‘সাংবাদিকতা অপরাধ নয়, সাংবাদিক হত্যা বন্ধ করো’ প্রতিপাদ্য নিয়ে ফিলিস্তিনের গাজাসহ সব স্থানে সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনার সাংবাদিকেরা মানববন্ধন করেন। খুলনা প্রেসক্লাবের সামনে, ২৯ আগস্ট
নিজ বাড়িতে উৎপাদিত লাউ বিক্রি করতে বাজারে যাচ্ছেন এক ব্যক্তি। পিয়ারপুর এলাকা, ফরিদপুর, ২৯ আগস্ট
বর্ষার শুরু থেকে শরতের শেষ পর্যন্ত হাওরাঞ্চলে নৌকা চলাচল বেশি দেখা যায়। ছোট একটি নৌকায় গন্তব্যে যাচ্ছেন কয়েকজন। চেঙ্গেরখাল নদ, সদর, সিলেট, ২৯ আগস্ট
চিন্তন গ্রন্থাগারে বই পড়ায় ব্যস্ত কয়েকজন। গুংগুরু মধ্যম পাড়া কমিউনিটি সেন্টার, বান্দরবান, ২৯ আগস্ট
বাড়ির পাশে লাগানো ধুন্দলগাছগুলোতে ফুল আসতে শুরু করেছে। হাসনাবাদ গ্রাম, মনোহরগঞ্জ, কুমিল্লা, ২৯ আগস্ট
দল বেঁধে গাছ থেকে কচি তেঁতুল পেড়ে ভাগ করে নিচ্ছে শিশুরা। মলিয়াইশ এলাকা, মিরসরাই, ২৯ আগস্ট
আড়িয়াল খাঁ নদে নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরছেন এক মৎস্যজীবী। হবিনগর, শায়েস্তাবাদ ইউনিয়ন, বরিশাল, ২৯ আগস্ট
ধানখেতে জাল পেতে সেচ দিয়ে মাছ ধরছেন দুজন। কাস্টমবাজার এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৯ আগস্ট
গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। সংকরদহ, রংপুর, ২৯ আগস্ট
‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো’ স্লোগানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা উত্তরের সম্মেলন। মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, ২৮ আগস্ট