এক ঝলক (২৫ ডিসেম্বর, ২০২৪)

টাটকা মিষ্টিকুমড়ার ফুল হাটে বিক্রি হয় এক আঁটি ৪০ টাকা দরে, ফুল তুলছেন পাহাড়ি চাষি। সাপছড়ি বোদিপুর, রাঙামাটি, ২৫ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
বুনো ফল খেতে বনের গাছে ঘুরে বেড়াচ্ছে কাঠবিড়ালি। স্বর্গপুর বন ভাবনা কেন্দ্র, রাঙামাটি, ২৫ ডিসেম্বর
বাংলাদেশ আইডিয়াল সিতো-রিউ কারাতে-দো অ্যাসোসিয়েশন পাবনা আয়োজিত কারাতে প্রতিযোগিতা ২০২৪–এর সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন নানা বয়সী প্রতিযোগীরা। এরপর প্রশিক্ষণার্থীদের কারাতে ব্ল্যাক বেল্ট ও সনদ দেওয়া হয়। স্বাধীনতা চত্বর, পাবনা, ২৫ ডিসেম্বর
কুয়াশাচ্ছন্ন সকালে পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরছেন জেলেরা। চরভদ্রাসন, ফরিদপুর, ২৫ ডিসেম্বর
স মিলে কাটার পর মেহগনি কাঠ রোদে শুকাতে সারি সারি করে রাখা হচ্ছে। এরপর এ কাঠ দিয়ে আসবাব তৈরি হবে। গিলাতলা, ফুলতলা, খুলনা, ২৫ ডিসেম্বর
সকালের সোনালি রোদে খেলায় মেতে উঠেছে একদল মাদ্রাসার শিক্ষার্থী। পাচথুবী, কুমিল্লা, ২৫ ডিসেম্বর
ভৈরব নদ থেকে ধরা মাছ খেয়া ঘাটে বিক্রি করতে নিয়ে এসেছেন একজন। সে মাছ কেনার জন্য দেখছেন এক সাইকেল আরোহী। ফুলতলা, খুলনা, ২৫ ডিসেম্বর
সেই সকাল থেকে বিক্রির আশায় প্লাস্টিকের তৈরি গৃহস্থালি পণ্য নিয়ে ঘুরছেন ফেরিওয়ালা আবুল কাশেম। ফকিরগঞ্জ, রংপুর, ২৫ ডিসেম্বর
এখন ছুটি চলছে বিদ্যালয়গুলোয়। তাই মনের আনন্দে বিলের দিকে মাছ ধরতে ছুটছে দুই কিশোর। বেনুঘাট, রংপুর, ২৫ ডিসেম্বর
কুটিরশিল্পের অন্যতম উপকরণ শনপাতা ও হোগলাপাতা। এগুলো দিয়ে বিভিন্ন ধরনের লন্ড্রি বাস্কেট, কলমদানি, ফুলদানি ও ফুলঝুড়ি তৈরি করা হয়। সেগুলো দেশের বাইরে রপ্তানি করা হয়। জামাদার পুকুর, শাজাহানপুর, বগুড়া, ২৫ ডিসেম্বর
আঞ্চলিক মহাসড়কে ট্রলিতে করে ধান পরিবহন করা হচ্ছে। চৌদ্দগ্রাম, সিংড়া, নাটোর, ২৫ ডিসেম্বর
শীতে পিঠা–পুলি, পায়েস খাওয়ার জন্য চাহিদা বেড়ে যায় দুধের। তাই কুয়াশা মোড়ানো শীতের সকালে বিক্রির জন্য সাইকেলে দুধের পাত্র বেঁধে চলেছেন এক বিক্রেতা। পাবনায় বর্তমানে খুচরা বাজারে প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭৫ টাকায়। মালিগাছা, পাবনা-ঈশ্বরদী মহাসড়ক, পাবনা, ২৪ ডিসেম্বর
ছাগলছানা কোলে নিয়ে ঘরে ফিরছে শিশু। হারাটি, রংপুর, ২৫ ডিসেম্বর
নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই কিশোরের। ডুবে যাওয়া প্রিয়ন্ত দের মা তাপসী দে কান্নায় ভেঙে পড়েন। আলকরণ, চট্টগ্রাম, ২৫ ডিসেম্বর
লম্বাশিয়া আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ড/ধ্বংসস্তূপের ওপর ত্রিপলের ছাউনি টেনে আপাতত মাথা গোঁজার চেষ্টা রোহিঙ্গাদের। উখিয়া কক্সবাজার, ২৫ ডিসেম্বর