মেঘ, পাহাড়, সবুজ গাছপালা আর হ্রদের মিশেলে অপরূপ সাজে সেজেছে প্রকৃতি। আগরবাগান, রাঙামাটি, ১৩ অক্টোবরসেতুর সংযোগ সড়কের একটি অংশ দেবে গেছে। ফলে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে যানবাহনকে। মজিদপুর, বাহেরচর সড়ক, তিতাস, কুমিল্লা, ১৩ অক্টোবরকুয়াশাভেজা ভোরে ফুটেছে নীল অপরাজিতা ফুল। শিশুপার্ক চত্বর, জুড়ী, মৌলভীবাজার, ১৩ অক্টোবরকীর্তনখোলা নদীতে নৌকায় বসে বড়শি দিয়ে চিংড়ি ধরছেন মৎস্যশিকারিরা। মুক্তিযোদ্ধা পার্ক এলাকা, বরিশাল, ১৩ অক্টোবর
বিজ্ঞাপন
জলাশয়ে খাবারের সন্ধানে শালিক। লবণচরা, খুলনা, ১৩ অক্টোবরমোংলা থেকে জাহাজে আসা গমের বস্তা খালাস করছেন শ্রমিকেরা। এসব গম খাদ্যগুদামের নিয়ে যাওয়া হবে। ডিসি ঘাট, বরিশাল, ১৩ অক্টোবর
বিজ্ঞাপন
পুকুর থেকে পোনা মাছ ধরছেন মৎস্যচাষিরা। শাজাহানপুর, বগুড়া, ১৩ অক্টোবরদাম কম হওয়ায় হিমাগার থেকে আলু কম বের হচ্ছে। তবু অনেকে বের করে লোকসানে বিক্রি করছেন। ময়নাকুঠি, রংপুর, ১৩ অক্টোবরগাছের ডালে বসে আছে প্যাঁচা। ডলুড়ছি, রাঙামাটি, ১৩ অক্টোবরগাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে সাইকেলে এসে হাওয়াই মিঠাই তৈরি করে বিক্রি করছেন আশরাফুল। উত্তম বানিয়া পাড়া, রংপুর, ১৩ অক্টোবরদিগন্তজোড়া সবুজ ধানখেতের ওপর দিয়ে সূর্য অস্ত যাচ্ছে। দৌলতপুর, কুষ্টিয়া, ১২ অক্টোবরবড়ইগাছের ডালে শিকারের অপেক্ষায় মাছরাঙা পাখি। ডলুপাড়া, বান্দরবান, ১৩ অক্টোবরউড়ে এসে গাছের ডালে বসেছে মাছরাঙা। লবণচরা, খুলনা, ১৩ অক্টোবরতাঁত কারখানায় চরকা ব্যবহার করে ববলিনে সুতা বুনছেন এক খেয়াং নারী। গুংগুরু আগা পাড়া, বান্দরবান, ১৩ অক্টোবরসাইকেলে প্লাস্টিকের পণ্য নিয়ে বিক্রি করতে বেরিয়েছেন ফেরিওয়ালা। বীরগ্রাম, শাহজাহানপুর, বগুড়া, ১৩ অক্টোবরগাছের আড়ালে সুরেলা কণ্ঠে গান ধরেছে এক টুনটুনি পাখি। দেশের গায়ক পাখিদের মধ্যে এদের আকৃতি তুলনামূলক সবচেয়ে ছোট। শালগাড়িয়া, পাবনা, ১৩ অক্টোবরঈশ্বরদীর চরাঞ্চলের মাঠে মাঠে এখন শীতকালীন সবজির আবাদ। এসব জমিতে কাজের জন্য দল বেঁধে চলেছেন কৃষিশ্রমিক। চরকুড়ুলিয়া, ঈশ্বরদী, পাবনা, ১৩ অক্টোবরছাত্রদল–সমর্থিত প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী শাহরিয়ার আলম বাউল সাজে গান গেয়ে প্রচার চালাচ্ছেন। তাঁর সমর্থকেরা লিফলেট বিলি করছেন। পরিবহন মার্কেট, রাজশাহী, ১৩ অক্টোবরখুলনার সোনাডাঙ্গা-নতুন রাস্তা সড়কটির কিছু দূর পরপর তৈরি হয়েছে ছোট–বড় বিপজ্জনক গর্ত। যান চলাচলের সময় এসব গর্তে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা এড়াতে সতর্কতা হিসেবে গর্তের ওপর গাছের শুকনো ডালপালা দিয়ে রাখা হয়েছে। বয়রা, খুলনা, ১৩ অক্টোবরআন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে মাঠ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় দুর্যোগকালে উপকূলীয় অঞ্চলের পরিস্থিতি কৃত্রিম ঝড় ও বৃষ্টিপাতের মাধ্যমে তুলে ধরা হয়। বেলস পার্ক, বরিশাল, ১৩ অক্টোবর