সকালবেলা পাহাড়ের ওপর মেঘ জমেছে। রাঙামাটি, ৩০ জুলাইবাচ্চাকে সঙ্গে নিয়ে গাছের ডালে বসে আছে একটি বানর। সাপছড়ি, রাঙামাটি, ৩০ জুলাই
বিজ্ঞাপন
নৌকায় ভেসে মনু নদে মাছ ধরছেন দুই মৎস্যশিকারি। চাঁদনীঘাট, মৌলভীবাজার, ৩০ জুলাই
বিজ্ঞাপন
পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪০ কেজি ওজনের এই শুশুক। দৌলতদিয়া, রাজবাড়ী, ৩০ জুলাইমাছের ঘেরে বাঁশের ওপর বসে আছে একটি পাখি। ভিটিপাড়া, শ্রীপুর, গাজীপুর, ৩০ জুলাইখানাখন্দে ভরা সড়কে ভোগান্তি নিয়ে চলাচল করছে যানবাহন। কচুয়া-আড়াইপাড়া সড়ক, চাঁদপুর, ৩০ জুলাইজমিতে সেচ দেওয়ার জন্য মাঠে শ্যালো মেশিন নিয়ে যাচ্ছেন কৃষকেরা। উনচুরকী, গাবতলী, বগুড়া, ৩০ জুলাইবাড়ির উঠানে বসে বাঁশের চালুনি বানাচ্ছেন একজন। ফুলবাড়ী, সারিয়াকান্দি, বগুড়া, ৩০ জুলাইআমন ধান রোপণের কাজে নানাকে সহায়তা করতে এসেছে শিশুটি। লালচাঁদপুর, রংপুর, ৩০ জুলাইজাগ দেওয়া পাট শুকানোর জন্য নিয়ে যাচ্ছেন কৃষক। গঞ্জিপুর, রংপুর, ৩০ জুলাইঝিরিঝিরি বৃষ্টিতে ভিজছে সূর্যমুখী ফুল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, ৩০ জুলাইসবুজ পাতার আড়ালে ডালে বসা ছোট্ট পাখি টুনটুনি। ফুলবাড়ী গেট এলাকা, খুলনা, ৩০ জুলাইজঙ্গল থেকে খুঁজে নিয়ে আসা বাঁশকোঁড়ল কেটে সবজি হিসেবে খাওয়ার জন্য সংরক্ষণ করছেন এক পাহাড়ি। ডলুপাড়া, বান্দরবান, ৩০ জুলাইবাস টার্মিনালের খানাখন্দে সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনশ্রমিকেরা। বাস টার্মিনাল, মানিকগঞ্জ, ৩০ জুলাইসড়কের খানাখন্দে জমা পানি মাড়িয়ে পিকআপে করে কাজে যাচ্ছেন শ্রমিকেরা। ঢাকা-মতলব সড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ৩০ জুলাইচলছে রোপা আমন মৌসুম। খেতে রোপণের জন্য ছেলেকে নিয়ে বীজতলা থেকে চারা তুলছেন এক গৃহবধূ। সাচিয়া, ফরিদপুর, ৩০ জুলাইসবুজ পাতার ফাঁকে ফুটে আছে ছোট ছোট দৃষ্টিনন্দন কুঞ্জলতা। গোয়ালচামট, ফরিদপুর, ৩০ জুলাইরাতে বেল জাল দিয়ে মাছ ধরা শেষে বাড়িতে ফিরে যাচ্ছেন জেলে। কুশিঘাট, সিলেট, ৩০ জুলাইপাহাড়ি ঢলে তিস্তা নদীতে হঠাৎ পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। হাঁটুপানি পেরিয়ে বাড়িলাগোয়া বাঁধের ওপর রান্না করতে যাচ্ছেন গৃহিণী। পশ্চিম ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ৩০ জুলাইচা-বাগানের ভেতরে বিদ্যালয়। ছুটি শেষে বিদ্যালয় থেকে দল বেঁধে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। দলদলি চা-বাগান, সিলেট ৩০ জুলাইবেলস পার্কে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা। নার্সারিমালিকেরা নানা জাতের গাছ দিয়ে স্টল সাজিয়ে রাখছেন। বেলস পার্ক, বরিশাল, ৩০ জুলাইকীর্তনখোলা নদীতে নৌকা নিয়ে মাছ ধরছেন দুই নারী। নদীতে জাল পেতে মাছ ধরার ফাঁকে নৌকায় রান্নার কাজ সেরে নিচ্ছেন একজন। চাঁদমারি খেয়াঘাট, বরিশাল, ৩০ জুলাইপাটকাঠি থেকে এখন চারকোল ও প্রিন্টারের কালি তৈরি হয়। নছিমনে পাটকাঠি নিয়ে বিক্রির জন্য বাজারে যাচ্ছেন চালক। লাইব্রেরি বাজার সড়ক, পাবনা, ৩০ জুলাইজোড়া মহিষ দিয়ে জমিতে মই দেওয়ায় ব্যস্ত কৃষক। আফুরিয়া, পাবনা, ৩০ জুলাই