বৃষ্টিভেজা লিলি ফুলের সৌন্দর্য। কাটাছড়ি, রাঙামাটি, ৫ আগস্টহ্রদের পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি চলে আসায় মঙ্গলবার গভীর রাতে বাঁধের জলকপাট খুলে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাপ্তাই বাঁধ, রাঙামাটি, ৫ আগস্ট
বিজ্ঞাপন
রাজশাহীতে জুলাই যোদ্ধাদের জন্য ভাড়া করা বিশেষ ট্রেন পছন্দ না হওয়ায় একাংশ ট্রেনের সামনে বসে পড়েন। রেলস্টেশন, রাজশাহী, ৫ আগস্ট
বিজ্ঞাপন
সবুজ পাতায় বসেছে বাহারি প্রজাপতি। কামতা, সাটুরিয়া, মানিকগঞ্জ, ৫ আগস্টদেয়ালে অযত্নে বেড়ে ওঠা তেলাকুচাগাছে পেকেছে ফল। পাখিদের খুব আকৃষ্ট করে এই পাকা ফল। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি তেলাকুচা একটি গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ। মুজগুন্নী, খুলনা, ৫ আগস্টজুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও দাউদকান্দি মডেল থানার উদ্যোগে জুলাই শহীদ রিফাত হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সুখীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৫ আগস্টচোখ–জুড়ানো রাধাচূড়া ফুল সবুজ পাতার আড়ালে উঁকি দিয়ে আছে। ছোটরা, কুমিল্লা, ৫ আগস্টঅলকানন্দা ফুলের সৌন্দর্য। মগবাড়ি, কুমিল্লা, ৫ আগস্টছুটির দিনে ড্রাগন ফলের বাগানে কীটনাশক ছিটাচ্ছেন দ্বাদশ শ্রেণির ছাত্র চিংসাইমং মারমা। তবে বেশি কীটনাশক গাছের জন্য ক্ষতিকর। ভাঙ্গামুড়া, বান্দরবান, ৫ আগস্টগরুর খাবারের জন্য থুরং (ঝুড়ি) ভর্তি ঘাস নিয়ে বাড়ি ফিরছেন এক নারী। কুহালং, বান্দরবান, ৫ আগস্টখাবারের খোঁজে ছুটে বেড়াচ্ছে একটি জলময়ূর। সেউজগাড়ি কৃষি ফার্ম এলাকা, বগুড়া, ৫ আগস্ট। বীজতলা থেকে আমন ধানের চারা তুলছেন একটি কৃষক পরিবারের সদস্যরা। বেদবাড়িয়া, ফরিদপুর, ৪ আগস্টহাওরের বুকে রাস্তা ধরে ঘরে ফিরছে গরুর পাল। ইটনার বড় হাওর, কিশোরগঞ্জ, ৫ আগস্টমাটির তৈরি তৈজসপত্র ট্রাক থেকে নামানো হচ্ছে। কাচারিবাজার, রংপুর, ৫ আগস্ট৩৬ জুলাই উদ্যাপন অনুষ্ঠানে ছাত্র–জনতার একাংশ। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ৫ আগস্টজুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন। রায়েরবাজার কবরস্থান, ঢাকা, ৫ আগস্ট