আমন রোপণের শেষ মৌসুমে চলছে বীজতলা থেকে চারা উত্তোলন ও রোপণের তোড়জোর। এ কাজে ব্যস্ত সময় পার করছেন পাহাড়ি কিষান–কিষানিরা। শিমুজ্জেছড়া গ্রাম, রাঙামাটি, ৩১ জুলাইগত রাত থেকেই চলছে বৃষ্টি। কখনো গুঁড়িগুঁড়ি, কখনোবা মুষলধারে। বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে সাইকেলে চড়ে কাজে যাচ্ছেন এক ব্যক্তি। পান্ডারদিঘী, রংপুর, ৩১ জুলাই
বিজ্ঞাপন
ট্রলার পাড়ে তুলে প্রায় মাসখানেক ধরে মেরামতকাজ শেষে নামানো হচ্ছে নদীতে। এ ট্রলার দিয়েই মাছ ধরা হবে। কচুবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ৩১ জুলাই
বিজ্ঞাপন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রিক্তা আক্তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং এ ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেন আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। প্যারিস রোড, রাজশাহী, ৩১ জুলাইবিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে মানিকগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা। বিএনপির দলীয় কার্যালয়, মানিকগঞ্জ, ৩১ জুলাইনদী থেকে সাড়ে ১৫ কেজির বাগাড় ধরে ঝুড়িতে করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন জেলে জুলহাস সরদার। দৌলতদিয়া ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩১ জুলাইরেললাইনের দুই পাশে জনবসতি। রেললাইনের ওপর দিয়েই চলাচল করতে হয় বাসিন্দাদের। ট্রেন এলেও অলস ভঙ্গিতে বসে থাকেন ও চলাচল করেন অনেকে। অসচেতনতায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। মুজগুন্নী, খুলনা, ৩১ জুলাই