একঝলক (২২ জুন ২০২৫)

ফুটপাতের পাশে মৌসুমি ফল কিনছেন ক্রেতারা। এ যেন শহরের রঙিন দুপুর। সদর থানার মোড়, খুলনা, ২২ জুন
ছবি: সাদ্দাম হোসেন
পাতার আড়ালে ফুল ও প্রজাপতির নির্ভার বন্ধুত্ব। জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ, খুলনা, ২২ জুন
সবুজের মাঝে বেগুনি আভায় ঝিলিক দিচ্ছে কাঁচা মরিচ। দিঘী, মানিকগঞ্জ, ২২ জুন
আউশ ধান রোপণের জন্য জমি চাষ করছেন কৃষক। এ সময় খাবারের সন্ধানে এসেছে সাদা বকের ঝাঁক। হালিমপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ, সম্প্রতি তোলা
বিক্রির জন্য মাছের পোনা এভাবে কাঁধে নিয়ে গ্রামের দিকে যাচ্ছেন তিনি। আশরতপুর, রংপুর, ২২ জুন
ঈদের ছুটি শেষে খুব সকালে আবারও সাইকেলে ছুটছে স্বপ্ন—স্কুলমুখী ছাত্র–ছাত্রীদের পদচিহ্নে মুখর হয়ে উঠছে শিক্ষাপ্রতিষ্ঠান। মুদিখানা, রংপুর, ২২ জুন
হাওরের পানিতে ভাসছে হাঁসের দল; আর পাশ দিয়ে নৌকায় করে পাড়ে যাচ্ছে শিশুরা। দোবাগীর হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ২২ জুন
বর্ষার পানিতে এখন থই থই নদী–খাল-বিল। বর্ষার ভরা নদীতে জাল ফেলে মাছ ধরছেন মৎস্যজীবী। চেঙ্গেরখাল, সিলেট, ২২ জুন
দ্রুতগতির যানবাহনের পাশে ধুলামাখা ধান ঝাড়ছেন এই নারী। রংপুর-ঢাকা মহাসড়ক, ধর্মদাস, রংপুর, ২২ জুন
পানি কমে হাওরের মাঝখানে শুকনা জায়গা জেগে উঠেছে। দল বেঁধে সাঁতার কেটে এই জায়গায় গিয়ে ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। চামাউড়াকান্দি হাওর, সদর, সিলেট, ২২ জুন
দৃষ্টিনন্দন ধুন্দল ফুল। লাহোর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২২ জুন
পাহাড়ের এক বাসিন্দা ঝুড়িভর্তি চালতা বিক্রি করতে যাচ্ছেন গ্রাম থেকে শহরে। আম ছড়ি, রাঙামাটি, ২২ জুন
বর্ষায় যমুনা নদীতে পানি বাড়ছে। এর মধ্যে পাল তুলে বাতাস কাজে লাগিয়ে চরাঞ্চল থেকে ফিরছেন এক মাঝি। অতীতে এমন পালতোলা নৌকা অহরহ দেখা গেলেও এখন তেমন দেখা যায় না। যমুনা নদী, বেড়া, পাবনা, ২২ জুন
গমখেতে খাবারের জন্য এসেছে ধলাকোমর মুনিয়া পাখির দল। এটি এক প্রজাতির তৃণচর পাখি। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। লাকুটিয়া, কাশিপুরন, বরিশাল, ২২ জুন
পিহর গ্রামের বেশ কিছু পরিবার বাণিজ্যিকভাবে মাছের চাষ করছে। এসব মাছ স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন বাজারে বিক্রির জন্য নেওয়া হয়। পাঙাশ মাছের একটি খামারে খাবার দিচ্ছেন শ্রমিক বজলুর রহমান। চান্দিনা, কুমিল্লা, ২২ জুন
ছোট ডোবায় ফুটেছে সাদা-বেগুনি রঙের কচুরিপানার ফুল। এটি একটি ভাসমান জলজ উদ্ভিদ। লাকুটিয়া, কাশিপুর, বরিশাল, ২২ জুন
নদীর ঘাটে নৌকা বাঁধার খুঁটিতে বসে শিকারের দিকে দৃষ্টি মাছরাঙা পাখিটির। লতিফপুর, শ্রীপুর, গাজীপুর, ২২ জুন
বর্ষায় শরতের রূপ ধারণ করেছে আকাশ। কাপ্তাই হ্রদে নীল জলরাশির ওপর নীল আকাশে সাদা মেঘের ছোটাছুটি খেলা। বড়াদম লাভ পয়েন্ট প্রাঙ্গণ, রাঙামাটি, ২২ জুন
ক্যাপটিভে বসে আছে মোনা মানকি। চঞ্চল স্বভাবের এই বানরগুলোর মূল আবাস পশ্চিম আফ্রিকায়। পাচার চক্রের কাছ থেকে উদ্ধার করে বানরগুলো গাজীপুর সাফারি পার্কে রাখা হয়েছে। সাফারি পার্ক, গাজীপুর, ২২ জুন
২০. নদীর ওপারে চরাঞ্চলে অনেক মানুষের বসবাস। সেখানে খুচরা দোকানে বিক্রির জন্য পাইকারি দরে কিনে নিয়ে যাওয়া হচ্ছে ব্রয়লার মুরগি। যমুনা নদী, বেড়া, পাবনা, ২২ জুন
শর্ষেদানা পিষে তা থেকে তেল বের করার পর পাওয়া যায় খৈল। গোখাদ্য ও মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয় এই খৈল। এখানে প্রতি কেজি শর্ষে তেল বিক্রি হচ্ছে ২০০ টাকায় এবং প্রতি ৫ কেজি খৈল বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়। নাকালিয়া বাজার, বেড়া, পাবনা, ২২ জুন