থোকায় থোকায় ফুটেছে বোগেনভেলিয়া বা বাগানবিলাস ফুল। উপজেলা ভূমি কার্যালয়, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৯ এপ্রিলকাটা ও মাড়াইয়ের পর মাটির চুলায় সেই ধান সেদ্ধ করছেন এক নারী। বর্ণি, কোম্পানীগঞ্জ, সিলেট, ২৯ এপ্রিল
বিজ্ঞাপন
ঝোড়ো হাওয়ায় নুয়ে পড়া ধান সোজা করছেন এক কৃষক। কৈচড়, বগুড়া, ২৯ এপ্রিল
বিজ্ঞাপন
পথের ধারে ফুটে আছে বুনো ফুল। তিনমাথা হাজির মিল, বগুড়া, ২৯ এপ্রিলকাটা ও মাড়াই শেষে বস্তায় ধান ভরে নৌকায় করে নেওয়ার অপেক্ষায় কৃষকেরা। কাটাখাল, কোম্পানীগঞ্জ, সিলেট, ২৯ এপ্রিলধানখেতের মধ্যে একটি কাকতাড়ুয়া। হাফেজ ডাঙ্গী, চর মাধবদিয়া, ফরিদপুর, ২৮ এপ্রিলদীর্ঘদিন ধরে চলছে সখীপুরের কালিদাস-বহুরিয়া চতলবাইদ সড়কের কাঁকড়ার খালে সেতুর নির্মাণকাজ। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে ওই পথে চলাচলকারীদের। সখীপুর, টাঙ্গাইল, ২৯ এপ্রিলসড়কের পাশে ফুটে আছে কলাবতী ফুল। পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ২৮ এপ্রিলবিদ্যালয়ের প্রাঙ্গণ পরিচ্ছন্ন করছে শিক্ষার্থীরা। তাম্বুলখানা, কৈজুরী, ফরিদপুর, ২৯ এপ্রিলমেঘলা দিনে কাঁধে ঠেলা জাল আর খলই নিয়ে মাছ ধরতে বেড়িয়েছেন একজন। কাটাখাল, সিলেট, ২৯ এপ্রিলরোদ ও মেঘের লুকোচুরি, তবুও চাতালে ভুট্টা শুকাতে দিচ্ছেন শ্রমিকেরা। শহীদবাগ, কাউনিয়া, রংপুর, ২৯ এপ্রিলগৃহস্থালি পণ্যের ভ্রাম্যমাণ দোকান নিয়ে গ্রামের পথে ঘুরছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী। কাউনিয়া, রংপুর, ২৯ এপ্রিলকাপ্তাই হ্রদে বেড়াজাল ফেলে মাছ শিকার করছেন জেলেরা। হ্রদে পানি কমছে, তাই জালে আটকা পড়ছে মাছ। বোয়াইল্লে, রাঙামাটি, ২৯ এপ্রিলজালে আটকা পড়েছে আইড়, লুন্ডু, বাইল্লা ও ছোট ট্যাংরাসহ হরেক রকমের ছোট ও মাঝারি আকারের মাছ। বোয়াইল্লে, রাঙামাটি, ২৯ এপ্রিল কুমিল্লা নগরে চলে এসেছে গ্রীষ্মের রসালো ফল লিচু। ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ী সালাউদ্দিন জানালেন, এ বছর প্রথম সোনারগাঁওয়ের লিচু এদিন বিক্রি শুরু করেছেন তিনি। ১০০ লিচু আকারভেদে ৩৫০ থেকে ৪৫০ টকায় বিক্রি করছেন। তবে ক্রেতারা বলছেন, পুরোপুরি পরিপক্ব না হওয়ায় লিচু এখনো কিছুটা টক। কান্দিরপাড়, কুমিল্লা, ২৯ এপ্রিলজলাশয়ে শামুকের খোঁজে শামুকখোল পাখি। এরা দল বেঁধে খাবারের জন্য বিভিন্ন জলাশয়ে নামে। বসতিও গড়ে দলবদ্ধভাবে। কাপাসিয়া, গাজীপুর। ২৯ এপ্রিলছয় দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় পলিটেকনিকের অধ্যক্ষের কক্ষসহ সব বিভাগে তালা মেরে দেয় শিক্ষার্থীরা। পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা, ২৯ এপ্রিল।‘বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা: বর্তমান পরিস্থিতি ও সংস্কার চিন্তা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডি কার্যালয়, ঢাকা। ২৯ এপ্রিলপ্রবাসীদের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অতিথিরা। নির্বাচন কমিশন কার্যালয়, আগারগাঁও, ঢাকা, ২৯এপ্রিলরাতে মুষলধারে বৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশন না হওয়ায় সিলেট-ভোলাগঞ্জ সড়কে জমেছে বৃষ্টির পানি। আদর্শগ্রাম, কোম্পানীগঞ্জ, সিলেট, ২৯ এপ্রিল