করতোয়ার শাখা নদীতে পানি কমে গেছে। তাই হাঁস চরাচ্ছেন এক ব্যক্তি। কচুয়াদহ, শাজাহানপুর, বগুড়া, ২৯ জানুয়ারিপৌর শহরের রেলগেট এলাকায় গোখাদ্য হিসেবে গমের গাছ বিক্রি করছেন এক ব্যক্তি। বিরামপুর, দিনাজপুর, ২৯ জানুয়ারিবসে আছে বকটি। নতুন বসতি, মানিকগঞ্জ, ২৯ জানুয়ারি কাপ্তাই হ্রদে হাউস বোট ভ্রমণ ইদানীং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ২৯ জানুয়ারিপথের ধারে ফুটেছে বুনো ফুল ‘মারহাটিটিগা’। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৯ জানুয়ারিসড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী ও পথচারী নিহত হওয়ার পর পদচারী–সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেন ছাত্র-শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। বড়তাকিয়া বাজার, মিরসরাই, চট্টগ্রাম, ২৯ জানুয়ারিনিজের খেত থেকে মিষ্টিকুমড়া সংগ্রহ করে ঝুড়িতে রাখছেন এক চাষি। শুকরছড়ি, রাঙামাটি, ২৯ জানুয়ারি সড়কের পাশে গাছে শোভা পাচ্ছে পাকা নিম ফল। দেখতে রংচঙে হলেও এর স্বাদ তেতো। রাজাবাড়ী, শ্রীপুর, গাজীপুর, ২৯ জানুয়ারিনবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মচারীরা মিছিল করেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, চাঁদপুর, ২৯ জানুয়ারি মহাসড়কের মাঝখানে বিকল হয়ে পড়ে সিমেন্টবোঝাই ট্রাক। দুর্ঘটনা এড়াতে শুকনা ডাল ফেলে প্রতিবন্ধক তৈরি করেছেন গাড়িটির চালক ও তাঁর সহকারী। মিরসরাই, চট্টগ্রাম, ২৯ জানুয়ারিহাওরের জমিতে বোরো ধান রোপণ করতে যাচ্ছেন এক কৃষক। মটরঘাট, সিলেট, ২৯ জানুয়ারিবাড়ির পাশের জমিতে গরুকে ঘাস খাওয়াচ্ছেন এক ব্যক্তি। মটরঘাট, সিলেট, ২৯ জানুয়ারিনৌকায় করে আনা বালু বিক্রির জন্য স্তূপ করে রাখা হচ্ছে নদীর তীরে। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ২৯ জানুয়ারিলাল আভা ছড়িয়ে অস্ত যাচ্ছে সূর্য। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৯ জানুয়ারিরাজশাহীতে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি মেলা শুরু হয়েছে। রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে মেলায় নানা প্রযুক্তি নিয়ে এসেছে শিক্ষার্থীরা। চৌদ্দপাই, রাজশাহী, ২৯ জানুয়ারি গণ-অভ্যুত্থানপরবর্তী সময়ে দেশে ঘটে যাওয়া নানা অসংগতি শিল্পীর রং, তুলি, আলো ও প্রতীকের মাধ্যমে তুলে ধরা দৃশ্যকল্প দেখছেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ২৯ জানুয়ারি