Thank you for trying Sticky AMP!!

একঝলক (১৯ এপ্রিল ২০২৪)

দেশের প্রায় সবখানে বইছে তাপপ্রবাহ। জীবিকার তাগিদে কাজে নেমে এই গরমে সবচেয়ে বেশি কষ্টে আছেন এমন খেটে খাওয়া মানুষ। থানা মোড়, পাবনা, ১৯ এপ্রিল
পেঁয়াজ বাড়িতে সংরক্ষণ করতে রোদে শুকানো শেষে ঝেড়ে পরিষ্কার করছেন এই নারী। রাজবল্লভ, গঙ্গাচড়া, রংপুর, ১৯ এপ্রিল
বটগাছে ফল খেতে এসেছে হলদে পাখিটি। পাকা ফল খেতে এই গাছে আসে অনেক পাখি। প্রতাপপুর গ্রাম, কাহালু, বগুড়া, ১৯ এপ্রিল
দীর্ঘদিন ধরে নির্মাণাধীন সড়কে ধুলায় আচ্ছন্ন। ভোগান্তিতে অতিষ্ঠ চালক ও পথচারীরা। কাশীপুর, খুলনা শহর, ১৯ এপ্রিল
তিস্তায় উজানের বৃষ্টির কারণে পানি বেড়েছে। দুই সন্তানকে নিয়ে নদী পার হচ্ছেন এই চাষি। ছালাপাক, গঙ্গাচড়া, রংপুর, ১৯ এপ্রিল
চর থেকে গবাদিপশুর জন্য ভুট্টার ডালপালা নিয়ে গন্তব্যে যাচ্ছেন এই ব্যক্তি। ভাঙ্গাগড়া, গঙ্গাচড়া, রংপুর, ১৯ এপ্রিল
গোয়ালন্দে অধিক লাভের আশায় অনেকে ঝুঁকছেন তামাক চাষে। মাঠ থেকে পাতা সংগ্রহের পর শুকানো শেষে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। হাজী গফুর মণ্ডলপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী। ১৯ এপ্রিল
গাছের ডালে বসেছে তিলাঘুঘু। তিলক, রূপসা, খুলনা, ১৯ এপ্রিল
গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছে নারী-শিশুরা। নৈহাটি, রূপসা উপজেলা, খুলনা, ১৯ এপ্রিল