এক ঝলক (৩ জানুয়ারি ২০২৬)

বাগানবিলাস ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে নীল মৌটুসী পাখি। খেপ্পোপাড়া, রাঙামাটি, ৩ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
প্রথম আলো যশোর অফিসের নিজস্ব প্রতিবেদক অশোক সেনের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করছেন বন্ধুসভার সদস্যরা। প্রথম আলো কার্যালয়, যশোর, ৩ জানুয়ারি
গাছ থেকে সংগ্রহ করা খেজুর রস জ্বাল দেওয়া হচ্ছে। ঘন হয়ে এলে তা থেকে তৈরি হবে গুড়। শৈলাট, শ্রীপুর, গাজীপুর। ৩ জানুয়ারি
কৃষকের ঘরে উঠছে মুড়িকাটা পেঁয়াজ। খেত থেকে পেঁয়াজ তুলে এনে হালকা রোদে শুকিয়ে বিক্রির উপযোগী করে নিচ্ছেন এক কৃষক। চর কৃষ্ণপুর, ফরিদপুর, ৩ জানুয়ারি
শীতের সকালে ঘুরে ঘুরে হালুয়া-রুটি বিক্রি করছেন এই ভ্রাম্যমাণ বিক্রেতা। আঙ্গাউড়া, দাউদকান্দি, কুমিল্লা, ৩ জানুয়ারি
লালমনিরহাট সদরের ধরলা ও রতনাই নদীবিধৌত এলাকার ২৩৫ জন শীতার্ত মানুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। মোগলহাটের ইটাপোতা উচ্চবিদ্যালয় মাঠ, লালমনিরহাট,৩ জানুয়ারি
বাড়ির পাশের মাঠে শুকানোর জন্য বিছিয়ে দেওয়া ধান পা দিয়ে নেড়ে দিচ্ছেন তিনি। শায়েস্তাবাদ বাজার, বরিশাল, ৩ জানুয়ারি
ফেনীতে আবার গ্রাফিতিতে সরব কলেজশিক্ষার্থীরা। দেয়ালে দেয়ালে আঁকছেন শহীদ শরিফ ওসমান হাদির প্রতিকৃতি ও স্লোগান। পাবলিক লাইব্রেরির সীমানাদেয়াল, ফেনী সরকারি কলেজ রোড, ৩ জানুয়ারি
শীতের সকালে হাউস বোটের ছাদে বসে কাপ্তাই হ্রদ পরিদর্শনে পর্যটকেরা। বড়াদম মোরঘোনা, রাঙামাটি, ৩ জানুয়ারি
স্টিলের তৈরি থালাবাসন মাথায় নিয়ে বিক্রি করতে বেরিয়েছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী। শ্যামপুর, রংপুর, ৩ জানুয়ারি
ঘন কুয়াশা ও শীতের তীব্রতা থেকে বোরো ধানের বীজতলা রক্ষা করতে পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন  কৃষক। সুবর্ণসারা, বেলকুচি, সিরাজগঞ্জ, ৩ জানুয়ারি
সড়কের পাশে ফুটে আছে মনোমুগ্ধকর ঢোলকলমি ফুল। বানাসুয়া, কুমিল্লা,৩ জানুয়ারি
কুয়াশায় ঢাকা সকালে জবুথবু হয়ে বসে আছে বেদে সম্প্রদায়ের মানুষেরা। আমতলী, সারিয়াকান্দি, বগুড়া, ৩ জানুয়ারি
মাছ ধরার পলো থেকে শুরু করে বাঁশের তৈরি বিভিন্ন পণ্যের চাহিদা বেশি থাকে শীতকালে। সকাল হতেই বিক্রির জন্য এসব পণ্য সাজিয়ে রাখছেন বিক্রেতা। চাটমোহর, পাবনা, ৩ জানুয়ারি
মিরসরাইয়ের উপকূলীয় এলাকার চরগুলোতে এখন তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন সুবর্ণচর থেকে আসা কৃষকেরা। মিরসরাই, চট্টগ্রাম, ৩ জানুয়ারি
ছাগলকে রোদ পোহাতে নিয়ে যাচ্ছেন দাদি ও নাতি। বাবুর বাগান, দাপুনিয়া, পাবনা, ৩ জানুয়ারি
কুয়াশায় ঢাকা শীতের সকাল। শীত উপেক্ষা করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছে মানুষ। গাবতলী, বগুড়া, ৩ জানুয়ারি
চলন্ত ট্রেনের ইঞ্জিন ও বগির ওপর ঝুঁকি নিয়ে কেউ বসে, কেউ দাঁড়িয়ে আছেন। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এমন অসচেতন যাত্রায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। মোমিনখলা, দক্ষিণ সুরমা, সিলেট, ৩ জানুয়ারি
পাখি পাকা পেঁপে খায়। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ৩ জানুয়ারি
কাভার্ড ভ্যানে করে সবজি নিয়ে যাওয়া হচ্ছে বাজারে। সবজির বস্তার ওপর বসে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন দুই ব্যবসায়ী। শাহজালাল সেতু, সিলেট, ৩ জানুয়ারি
খালে বড়শি পেতে চুপচাপ বসে আছেন একজন শৌখিন শিকারি। রাজবাঁধ, ডুমুরিয়া, খুলনা, ৩ জানুয়ারি
খালের পানিতে নেমে এক দফা মাছ শিকার করে শীতে জবুথবু হয়ে বসে আছে কানি বক। রাজবাঁধ, ডুমুরিয়া, খুলনা, ৩ জানুয়ারি
শীতের সকালের আলোয় ঝলমল করছে শিম ফুলের ওপর জমে থাকা শিশিরবিন্দু। দাপুনিয়া, পাবনা, ৩ জানুয়ারি
ধান মাড়াইয়ের পর খড় বাড়ির উঠানে স্তূপ করে রাখা হচ্ছে। হবিনগর, শায়েস্তাবাদ, বরিশাল, ৩ জানুয়ারি
মাছ ধরা জালে জমে আছে শিশিরকণা। হবিনগর, শায়েস্তাবাদ, বরিশাল, ৩ জানুয়ারি
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসা হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকালের ঘন কুয়াশা আর কনকনে শীতের মধ্যেই কাজে বের হয়েছেন সাধারণ মানুষ। শিংপাড়া, পঞ্চগড়, ৩ জানুয়ারি। ছবি: রাজিউর রহমান ৬. ঘন কুয়াশা ও শীতের তীব্রতা থেকে বোরো ধানের বীজতলা রক্ষা করতে পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন  কৃষক। সুবর্ণসারা, বেলকুচি, সিরাজগঞ্জ, ৩ জানুয়ারি