রঙ্গন ফুলে মধু খেতে বসেছে একটি প্রজাপতি। সুরভি উদ্যান, রংপুর, ৭ মেএই মৌসুমে প্রতিদিন ভোরে বসে লিচুর হাট। সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত বাগানিরা লিচু বিক্রি করতে নিয়ে আসেন এই হাটে। হাটে ডাকের মাধ্যমে এক হাজার লিচু ১৫০০ থেকে ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। হাজরাতলা, ফরিদপুর, ৭ মেজলাশয়ে ফুটে আছে শালুক ফুল। খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, খুলনা, ৭ মেহাওরের বাতাসে ধান ঝাড়ছেন দুই কিষানি। নিকলীর মজলিশপুর, কিশোরগঞ্জ, ৬ মে
বিজ্ঞাপন
খেতের পাশেই কম্বাইন হারভেস্টার যন্ত্রে ধান মাড়াই করা হচ্ছে। জিংলাতলী, কুমিল্লা, ৭ মেপথের ধারে ফুটে আছে বুনো ফুল। চরপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৭ মে
বিজ্ঞাপন
জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য গোবরের লাকড়ি মাথায় নিয়ে ঘরে ফিরছেন একজন। হোগলবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ৭ মেরংপুরের বাজারে এসেছে তাল। যশোর থেকে আনা এই তালের শাঁস বিক্রি হচ্ছে প্রতিটি ১০ টাকা করে। জেলা পরিষদের সামনে, রংপুর, ৭ মেখেতে ভুট্টা তুলতে ব্যস্ত একদল নারী। নওদাবগা, সোনাতলা, বগুড়া, ৭ মেগাছের কোটরে বাসা বেঁধেছিল এক জোড়া খুঁড়ুলে প্যাঁচা। গত মঙ্গলবারের ঝড়ে গাছের কাণ্ডসহ ডাল ভেঙে পড়ায় গৃহহীন হয়ে ঘুরছে প্যাঁচা দুটি। বাবুর বাগান, দাপুনিয়া, পাবনা, ৭ মেপাহাড়ের কোল ঘেঁষে ফুটে আছে জারুল ফুল। নলজুড়ি, জৈন্তাপুর, সিলেট, ৭ মেগাছের পাতায় বসে আছে ডোরাকাটা বড় প্রজাতির ফড়িং। বাকছড়ি টিলা, রাঙামাটি, ৭ মেঝুড়ি ভরে খেত থেকে তুলে আনা হয়েছে নাগা মরিচ। হরিপুর, সিলেট, ৭ মেনিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায় কয়লাবোঝাই ট্রাক। উল্টে পড়া ট্রাক থেকে কয়লা সংগ্রহ করছেন স্থানীয় কয়েকজন। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিন্নাটি, কিশোরগঞ্জ, ৬ মেমৌসুমি ঝড়ে ভেঙে পড়েছে লিচুর ডাল। বাবুর বাগান, দাপুনিয়া, পাবনা, ৭ মেশ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে মহিম ইনস্টিটিউশন মাঠে বসেছে মেলা। মেলায় স্টল খুলছেন দোকানি। গোয়ালচামট, ফরিদপুর, ৭ মেঝুঁটিল পাপিয়া। অনেকেই ঝাঁকড়ামাথা পাপিয়া নামে ডাকে। বাকছড়ি টিলা, রাঙামাটি, ৭ মেমে ফ্লাওয়ার ফুল ফুটে প্রকৃতিতে শোভা ছড়িয়েছে। কাটাছড়ি, রাঙামাটি, ৭ মে