Thank you for trying Sticky AMP!!

একঝলক (১২ এপ্রিল ২০২৪)

ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড়। পটুয়াখালী, ১২ এপ্রিল
এটি কোনো পর্যটন স্থান না হলেও ঈদের ছুটিতে অনেক মানুষ ঘুরতে এসেছেন টেবুনিয়া স্টেশন ও কৃষিখামারে। এই জনসমাগমকে কেন্দ্র করে শিশুদের জন্য নানা খেলনা নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। টেবুনিয়া কৃষিখামার, পাবনা, ১২ এপ্রিল
ঈদের পর বন্ধুদের নিয়ে বেড়াতে বের হয়েছেন কিশোর-তরুণেরা। খোলা ট্রাকের মতো ব্যাটারিচালিত অটোতে দাঁড়িয়েও নাচানাচি করছেন তাঁরা। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। ঈশ্বরদী-রাজশাহী মহাসড়ক, লালপুর, নাটোর, ১২ এপ্রিল
ঈদের আনন্দে ঘুরছেন মানুষ। পৌর শিশুপার্ক, তাড়াশ উপজেলা, সিরাজগঞ্জ, ১২ এপ্রিল
চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। চট্টগ্রাম, ১২ এপ্রিল
পিকআপ ভ্যানে চড়ে ঘুরতে বেরিয়েছেন এই তরুণেরা। কাছারিবাজার, রংপুর, ১২ এপ্রিল
ঈদের পরদিন ঘুরতে এসে সড়কের পাশে খেলনা দেখছে এক শিশু। সুরভি উদ্যান, রংপুর, ১২ এপ্রিল
বিজু ফুল ভাসিয়ে আজ শুরু হয়েছে পাহাড়িদের বৈসাবি উৎসব। ভোরে ফুল ভাসাতে আসা চাকমা, তঞ্চঙ্গ্যা তরুণ-তরুণীদের ভিড়ে শঙ্খ নদের তীর উৎসবমুখর হয়ে ওঠে। বান্দরবান, ১২ এপ্রিল
চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে ধোয়ামোছা, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। বাংলা নববর্ষ পয়লা বৈশাখে গণেশপূজার মধ্য দিয়ে নতুন করে ব্যবসা শুরু করবেন তাঁরা। নিলটুলী, ফরিদপুর, ১২ এপ্রিল
খাদ্যের সন্ধানে নারিকেলগাছের লতাপাতার ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াচ্ছে একটি গিরগিটি। কুমিল্লা, ১২ এপ্রিল
শিকারের অপেক্ষায় বিদ্যুতের তারে বসে আছে ল্যাঞ্জা লাটোরা পাখি। খুব দক্ষ শিকারি এ পাখি। নূরনগর, খুলনা শহর, ১১ এপ্রিল