একঝলক (২৪ জানুয়ারি ২০২৫)

কুয়াশাচ্ছন্ন দিন শেষে সন্ধ্যায় সূর্যের একটু আভা দেখা যায়। সে সময় জমিতে কাজ শেষে বাড়ি ফিরছেন একজন কৃষক। করিমগঞ্জ বড় হাওর এলাকা, কিশোরগঞ্জ, ২৪ জানুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
বগুড়া শহরের সড়কের পাশে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে নানা স্বাদ ও জাতের বরই। খুচরায় প্রতি কেজি বরই ১২০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ২৪ জানুয়ারি
আবারও শীত বেড়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। শুক্রবার পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বয়ে যাওয়া ঝিরিঝিরি হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেয় কয়েক গুণ। এই শীতে গরম পোশাক ও কম্বল জড়িয়ে কাজের উদ্দেশে চলেছেন গ্রামের এক ব্যক্তি। লঞ্চঘাট ব্রিজ, বাংলাবাজার, পাবনা, ২৪ জানুয়ারি
কুয়াশায় মারা যাচ্ছে গমের চারা। তাই শীতের সকালে জমিতে ওষুধ ছিটাচ্ছে এক কৃষক। বয়রা কাশীনাথপুর, পাবনা, ২৪ জানুয়ারি
শীত উপেক্ষা করে দুপুরে রান্নার জন্য বাড়ির পাশে জমিতে শাক তুলতে এসেছেন এই নারী। গাছপাড়া, পাবনা ২৪ জানুয়ারি
আবহাওয়া দপ্তরের (পাবনার ঈশ্বরদী উপজেলার) তথ্যমতে, শুক্রবার পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে বয়ে যাওয়া উত্তরের ঠান্ডা বাতাস এই শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। তার মধ্যেই জীবিকার তাগিদে কৃষকেরা কনকনে ঠান্ডা পানিতে নেমে ধানের চারা রোপণ করছেন। টেবুনিয়া, পাবনা, ২৪ জানুয়ারি
কুমিল্লা থেকে ঢাকাগামী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। অল্পের জন্য রোগী ও রোগীর সঙ্গের ব্যক্তিরা রক্ষা পান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ২৪ জানুয়ারি
সড়কের পাশে খালের পানি শুকিয়ে যাওয়ায় কাদার মধ্যে হাত দিয়ে মাছ ধরছেন গ্রামের নারীরা। পসরা এলাকা, গেরদা ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ২৪ জানুয়ারি
ঢাকা-বরিশাল মহাসড়কের নুরু মিয়া বাইপাসের তালুকদারের বাড়ির সামনে সড়কের পাশে ৫০ ফুট অংশ দেবে গিয়ে দুর্ঘটনায় পড়ছে যানবাহন। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানটিতে লাল নিশানা উড়িয়ে দিচ্ছেন এলাকার বাসিন্দা এখলাস তালুকদার। কৈজুরী এলাকা, কৈজুরী ইউনিয়ন সদর উপজেলা, ফরিদপুর, ২৪ জানুয়ারি
ঘন কুয়াশার মধ্যে মহাসড়ক ধরে স্ত্রী–সন্তানকে বাইসাইকেলের পেছনে বসিয়ে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। বদরপুর এলাকা, ফরিদপুর, ২৪ জানুয়ারি
ভেড়ার পাল নিয়ে মাঠে চড়াতে যাচ্ছেন খামারি রুবেল মিয়া। শুকানচকি এলাকা, রংপুর, ২৪ জানুয়ারি
বোরো রোপণের মৌসুম শুরু হয়েছে। তাই হাড়কাঁপানো শীতের মধ্যে বোরো ধানের চারায় মাথায় নিয়ে রোপণ করতে যাচ্ছেন এই কৃষিশ্রমিকেরা। বত্তরবিল এলাকা, রংপুর, ২৪ জানুয়ারি
ঘন কুয়াশার মধ্যে আলো জ্বালিয়ে গন্তব্যে ছুটছে গাড়ি। কোর্ট রোড, মৌলভীবাজার, ২৪ জানুয়ারি
শিকারের আশায় পাতার ফাঁকে জাল পেতে অপেক্ষা করছে মাকড়সাটি। নৈহাটি, রূপসা উপজেলা, খুলনা, ২৪ জানুয়ারি
ঘন কুয়াশার মধ্যে বাঁশের খুঁটিতে বসে শিকারের অপেক্ষায় সাদা বক। চাঙ্গিনি এলাকা, কুমিল্লা, ২৪ জানুয়ারি
নদীর অববাহিকায় কুয়াশা পড়েছে। সকালে গোমা নদীতে ছোট নৌকা নিয়ে মাছ ধরতে বের হয়েছেন মৎস্যজীবীরা। গোমা সেতু, বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল, ২৪ জানুয়ারি
সকালে কুয়াশার কারণে রোদের দেখা নেই। সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গিয়ে রোদ এলে নারীরা বাড়ির সামনে উঠানে ঢেকে রাখা ধান মাটির চাতালে মেলে দিচ্ছেন শুকানোর জন্য। গোপালপুর, বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল, ২৪ জানুয়ারি
বাগানিরা নিজের খেত থেকে তুলে আনা আনারস বিক্রির জন্য রাঙামাটি শহরে সরকারি কলেজ গেট এলাকার নৌঘাটে নৌকা থেকে তীরে তুলে রাখছেন। পাহাড়ে হানি কুইন জাতের আনারসের ফলন হয়েছে বেশ। সুস্বাদু এ আনারসের চাহিদা রয়েছে সারা দেশে। রাঙামাটি, ২৪ জানুয়ারি
বুলবুলি পাখি দুটি পাকুড়গাছে ফল খেতে এসেছে। বটতলী মোনপাড়া এলাকা, রাঙামাটি, ২৪ জানুয়ারি
মিরসরাইয়ে শিক্ষাসফরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে শিক্ষার্থীদের বাস। এ দুর্ঘটনায় বাসটির নিচে চাপা পড়ে মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছেন। মিঠাছড়া বাজার এলাকা, মিরসরাই, ২৪ জানুয়ারি
ঘন কুয়াশার কারণে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সুযোগে সড়কের সংস্কার করে নেওয়া হচ্ছে। দৌলতদিয়া ৭ নম্বর ঘাট, ২৪ জানুয়ারি