একঝলক (২৬ জুন ২০২৫)

এইচএসসির পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে শেষ মুহূর্তে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছেন এক পরীক্ষার্থী। খুলনা পাবলিক কলেজের সামনে, খুলনা, ২৬ জুন
ছবি: সাদ্দাম হোসেন
করোনা সতর্কতার অংশ হিসেবে মুখে মাস্ক আর হাত জীবাণু মুক্ত করে কেন্দ্রে ঢুকছেন এইচএসসি পরীক্ষার্থীরা। খুলনা পাবলিক কলেজের সামনে, খুলনা, ২৬ জুন
চরের জমিতে কেটে ফেলা পটোলগাছ ঘোড়ার গাড়িতে করে বাড়িতে আনা হচ্ছে। চর কোমরপুর, পাবনা, ২৫ জুন
জমি থেকে পাকা কালাই তুলছেন কৃষকেরা। দেবোত্তর, আটঘরিয়া, পাবনা, ২৫ জুন
হাটে বিক্রির জন্য নিজের বাগানের কলা নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। দেবতাছড়ি, কাপ্তাই, রাঙামাটি, ২৫ জুন
বর্ষায় কদম ফুলে ছেয়ে গেছে গাছ। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর, ২৫ জুন
বর্ষার দিনে পুরোনো ছাতা মেরামতে ব্যস্ত কারিগর। চকবাজার, ফরিদপুর, ২৫ জুন
গ্রামের পথে সাইকেল চালিয়ে মালামাল বিক্রি করতে বেড়িয়েছেন দুই ফেরিওয়ালা। পুটিমারি, রংপুর, ২৬ জুন
পাহাড়ে টকপাতাগাছে ফুল ফুটেছে। মুরালিপাড়া, কাপ্তাই, রাঙামাটি, ২৫ জুন
টব কিনে ভ্যানে করে নিয়ে যাচ্ছেন নার্সারি মালিকেরা। নিসবেতগঞ্জ, রংপুর, ২৬ জুন
ফুটে আছে রক্তজবা ফুল, ফুলের রঙে রঙিন হয়েছে পুরো গাছ। সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ, সিলেট, ২৬ জুন
মালবেরিগাছে পাকা ফলের খোঁজে এসেছে কোকিল। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর। ২৬ জুন
বটগাছের সবুজ পাতার মাঝে ছোট ছোট বট ফল। ফলগুলো পেকে লাল হয়ে আছে। পাথুরিয়াপাড়া, কুমিল্লা, ২৬ জুন
ধানসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গৌরীপুর বাজারের ময়লায় ভরাটকৃত খালের ময়লা ভেকুর সাহায্যে অপসারণ শুরু হয়েছে। গোমতী-কালাডুমুর নদীর উৎসমুখ, মাইথারকান্দি খাল, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ জুন
পানি চলে আসছে, হয়তো হাওরের ভেসে থাকা এ জায়গাটুকুও দু-এক দিনের মধ্যে পানিতে তলিয়ে যাবে। পানি আসার প্রায় শেষ পর্যায়ে ফুটবল খেলে নিচ্ছে হাওরের শিশুরা। বেড়িবাঁধ, নিকলী, কিশোরগঞ্জ, ২৫ জুন
কলিয়াস ফুল চারদিকে সৌন্দর্য ছড়িয়ে ফুটে আছে। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৬ জুন