একঝলক(৮ সেপ্টেম্বর ২০২৫)

রাতে কাপ্তাই হ্রদে জাল ফেলেছেন জেলে, সকালে তুলে আনছেন। রাবারবাগান, রাঙামাটি, ৮ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
নিরিবিলি সবুজের ছায়াঘেরা দেয়ালে একাকী বসে আছে সাদা বিড়ালটি। মুজগুন্নী, খুলনা, ৮ সেপ্টেম্বর
পরিবারে সুখশান্তি ও সমৃদ্ধি কামনায় বহুকাল ধরে চা-বাগানের শ্রমিকেরা প্রতিবছর ভাদ্র মাসের শেষ ও আশ্বিন মাসের শুরুতে করম উৎসব উদ্‌যাপন করছেন। দিলদারপুর-ক্লিভডন চা-বাগান, কুলাউড়া, মৌলভীবাজার, ৭ সেপ্টেম্বর বিকেলে
বিক্রির জন্য বাঁশের ফালি দিয়ে তৈরি করা মুরগি আটকে রাখার খাঁচা প্রস্তুত করে রাখছেন দোকানি। দৌলতপুর, খুলনা, ৮ সেপ্টেম্বর
জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে দক্ষিণে দুই কিলোমিটার দূরে একটি বগি লাইনচ্যুত হয়। আক্কেলপুর, জয়পুরহাট, ৮ সেপ্টেম্বর
হরতালের সমর্থনে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মীরা। বাসস্ট্যান্ড, মোরেলগঞ্জ, বাগেরহাট, ৮ সেপ্টেম্বর
মুরগির জন্য দেওয়া খাবারে ভাগ বসিয়েছে তিলাঘুঘু। শ্রীপুর, গাজীপুর, ৮ সেপ্টেম্বর
বাগানে ফুটে আছে দুপুর মণি ফুল। এ ফুল দুপুর চণ্ডী, দুপুর মালতী, বন্ধুক, কট লতা, বন্ধুলি নামেও পরিচিত। অনিন্দ্যসুন্দর ফুলটি সাধারণত দুপুর বেলায় ফোটে এবং বিকেলে ঝরে যায়। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৮ সেপ্টেম্বর
সড়কের পাশের ডোবা থেকে মাছ ধরছে গ্রামের শিশু-কিশোরেরা। বিটেশ্বর, দাউদকান্দি, কুমিল্লা, ৮ সেপ্টেম্বর
খেত থেকে বরবটি সংগ্রহ করছেন কয়েকজন কিষানি। থলিপাড়া, রোয়াংছড়ি, বান্দরবান, ৮ সেপ্টেম্বর
নদীর তীর এলাকা থেকে জ্বালানির জন্য পাটকাঠি নিয়ে আসছেন এক নারী। হাট শেরপুর, বগুড়া, ৮ সেপ্টেম্বর
জমি থেকে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই করছেন চাষি। ছবিটি রংপুর সদরের শ্যামপুর এলাকা থেকে তোলা। ৮ সেপ্টেম্বর
খাবারের খোঁজে বড় দিঘির জলে ছোট সরালির ওড়াউড়ি। মাটিপাড়া, রামকান্তপুর, রাজবাড়ী, ৭ সেপ্টেম্বর
ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে ভোটকেন্দ্র। কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৮ সেপ্টেম্বর
পুকুর, বিল ও বাঁওড়ে মাছ ধরার আগে জালের ছেঁড়াফাটা অংশ সেলাই করে নিচ্ছেন পেশাদার দুই জেলে। ধুলদি, ফরিদপুর, ৭ সেপ্টেম্বর
বদরুদ্দীন উমরের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ৮ সেপ্টেম্বর
মাটির হাঁড়ি তৈরি করে চুল্লিতে পোড়ানো শেষে সংরক্ষণ করছেন গৃহিণী। পালপাড়া, রংপুর, ৮ সেপ্টেম্বর
তিন চাকার গাড়িতে পাটখড়ি সাজিয়ে ভেতরে বসে রওনা হয়েছেন চালক। গড়াই সেতু, কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক, কুষ্টিয়া, ৮ সেপ্টেম্বর
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মেলায় বিক্রির জন্য মাটি দিয়ে খেলনা তৈরি করে শুকাতে দিচ্ছেন চারুবালা পাল। ছবিটি রংপুর সদরের পালপাড়া এলাকা থেকে তোলা। ৮ সেপ্টেম্বর
ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের বিশেষ বাহিনী (সোয়াট)। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৮ সেপ্টেম্বর