একঝলক (২৮ এপ্রিল ২০২৫)

বৃষ্টিতে পাকা ধানখেতে পানি জমেছে। পানিতে নেমে ধান কাটছেন কৃষক। নাজিরদিগর, রংপুর, ২৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
বাঁশের ওপর একটি শালিক পাখি। মানরা, মানিকগঞ্জ, ২৮ এপ্রিল
লিচু খেতে গাছের মগডালে এসে বসেছে একটি বুলবুলি পাখি। রাঙাদ্বীপ রিসোর্ট, রাঙামাটি, ২৮ এপ্রিল
কণ্ঠীনালা নদীর বাঁধের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে নির্মিত পাকা সড়ক দিয়ে গ্রামের কয়েক হাজার লোক উপজেলা সদরে চলাচল করে। ওই সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানে হাকালুকি হাওরের বোরো ফসল পরিবহন করা হয়। সড়কের একাংশ ধসে পড়ায় লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। পশ্চিম বেলাগাঁও, জুড়ী, মৌলভীবাজার, ২৮ এপ্রিল
ফুটেছে বার্মিজ সোনালু ফুল। সাধনাপুর, রাঙামাটি, ২৮ এপ্রিল
বিদ্যালয় খোলার আগেই শিক্ষার্থীরা এসে অপেক্ষা করছে। পাল ডাংগি, ফরিদপুর, ২৮ এপ্রিল
জলাশয়ে জাল ফেলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন দুই জেলে। মধ্যকাতুলী, গাবতলী, বগুড়া, ২৮ এপ্রিল
সড়কের পাশে মরা গাছে ঝুলে আছে বড় বড় ডালপালা। ঝোড়ো হাওয়ায় যেকোনো সময় এসব ডাল ভেঙে যানবাহনের ওপর পড়ে ঘটতে পারে দুর্ঘটনা। বালিয়াহালট, পাবনা, ২৮ এপ্রিল।
ঝুঁকি নিয়ে পিকআপে চড়ে গাদাগাদি করে কাজে যাচ্ছেন নির্মাণশ্রমিকেরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৮ এপ্রিল
গহিন বনে গাছে ফুটেছে সুদৃশ্য লাল ভাট ফুল। হাড়ারগজ সংরক্ষিত বন, জুড়ী, মৌলভীবাজার, ২৮ এপ্রিল
চুনকুড়ী নদীতে জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। পোদ্দারগঞ্জ, দাকোপ, খুলনা, ২৮ এপ্রিল
আইসক্রিম বিক্রির জন্য বের হয়েছেন বিক্রেতা, বৈশাখের তপ্ত দুপুরে বেশ ভালো বিক্রি হয় এসব আইসক্রিম। বালিয়াহালট, পাবনা, ২৮ এপ্রিল
নদীপথে ট্রলারে করে বাঁশ নিয়ে যাওয়া হচ্ছে। পানখালী, দাকোপ, খুলনা, ২৮ এপ্রিল
খেত থেকে ধান কেটে মাথায় করে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। সড়কপথ না থাকায় ধানের আঁটিগুলো নৌকায় তোলা হচ্ছে পানিপথে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য। বহরমপুর, ঝালকাঠি, বরিশাল, ২৮ এপ্রিল
ধানখেতে খাবার খুঁজছে ফিঙে পাখি। আলুটিলা, রাঙামাটি, ২৮ এপ্রিল
খুচনি জাল দিয়ে ডোবায় মাছ ধরছে এক শিশু। মুসুড়িয়া, মাধবপাশা, বাবুগঞ্জ, বরিশাল, ২৮ এপ্রিল
রঙিন ফুলে উড়ে এসে বসেছে একটি প্রজাপতি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ২৮ এপ্রিল
জমি থেকে ধান কেটে সাইকেলে করে বাড়ি নিয়ে যাচ্ছেন এই চাষি। নজিরেরহাট, রংপুর, ২৮ এপ্রিল
প্রথম আলোর ঊর্ধ্বতন কর্মীদের ‘লিডারশিপ স্কিল’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। প্রথম আলো কার্যালয়, ঢাকা। ২৮ এপ্রিল
নারীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সংগঠনের সভাপতি ফওজিয়া মোসলেম। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৮ এপ্রিল