গাছের ডালে বসে আছে কাঠবিড়ালি। রায়ের মহল, খুলনা, ৮ অক্টোবর বাঁশের তৈরি মাথাল ও ডালি বা ডালা গ্রামে ফেরি করে বিক্রির জন্য বের হয়েছেন এক ব্যক্তি। লাহিড়ীহাট, রংপুর, ৮ অক্টোবরকাশফুল কেটে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। কাশগাছের শুকনা কাণ্ড ও পাতা দিয়ে পানের বরজের ওপরে ছাউনি ও পাশে বেড়া তৈরি করা হয়। ময়ূরী আবাসিক এলাকা, খুলনা, ৮ অক্টোবর নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন। চৌমুহনী চৌরাস্তা, বেগমগঞ্জ, নোয়াখালী, ৮ অক্টোবর
বিজ্ঞাপন
সৌন্দর্য ছড়িয়ে সবুজ কুঁড়ির মাঝে ফুটে আছে হলুদরঙা ফুল। মহিনন্দ, কিশোরগঞ্জ, ৮ অক্টোবর ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করছেন রাকসু নির্বাচনের এক প্রার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রাজশাহী, ৮ অক্টোবর
বিজ্ঞাপন
ডাব কাঁধে নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। বনরূপা, রাঙামাটি, ৮ অক্টোবরযানজটে পড়ে গাড়ি থেকে নেমে মোটরসাইকেলে গন্তব্যে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বগইর, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ৮ অক্টোবরশহরের বাজারে পাইকারি বিক্রির জন্য সাম্পান ভর্তি করে বাতাবি লেবু নিয়ে আসা হয়েছে। ট্রাক টার্মিনাল ঘাট, রাঙামাটি, ৮ অক্টোবর লাউশাকের খেতে সার ছিটাচ্ছেন এক কৃষক। ভান্তির চর, বুড়িচং, কুমিল্লা, ৮ অক্টোবরজ্বালানি হিসেবে ব্যবহারের জন্য জমি থেকে ধইঞ্চা কাটছেন কৃষক। খোদেদাউদপুর, হোমনা, কুমিল্লা, ৮ অক্টোবর যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে আটার চর। ধুনট, বগুড়া, ৮ অক্টোবরগ্রামের মেঠো পথের ধারে পাটের আঁশ ছাড়ানোর কাজ করছেন এক নারী। আঁশ ছাড়ানো শেষে পাটকাঠিগুলো গুছিয়ে রাখছেন একজন। চাঁদপাশা, বাবুগঞ্জ, বরিশাল, ৮ অক্টোবর ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানি মাড়িয়ে চলছে একটি ব্যাটারিচালিত রিকশা। রামপুরা, ঢাকা, ৮অক্টোবরখেত থেকে বেগুন তোলার কাজ চলছে। বুড়াইল, ধুনট, বগুড়া, ৮ অক্টোবর পুলিশের উপপরিদর্শকদের (এসআই) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড প্রদক্ষিণ করছেন প্রশিক্ষণার্থীরা। মহেড়া পুলিশ প্রশিক্ষণকেন্দ্র, মির্জাপুর, টাঙ্গাইল, ৮ অক্টোবরফুলের টব তৈরিতে ব্যস্ত এক নারী। পালপাড়া, রংপুর, ৮ অক্টোবর সড়ক পাকা করার কাজ চলছে। সেখানে কাজ করছেন কয়েকজন নারী শ্রমিক। খারুয়াবাধা, রংপুর, ৮ অক্টোবর শ্রবণপ্রতিবন্ধীদের আত্মকর্ম সংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিত এবং সাত দফা দাবিতে বগুড়ায় মূক-বধির সংঘ ও জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে র্যালি করা হয়। সাতমাথা, বগুড়া, ৮ অক্টোবর সবুজ পাতার আড়ালে উঁকি দিচ্ছে ফুলসহ ছোট্ট শসা। গোসিঙ্গা, শ্রীপুর, গাজীপুর। ৮ অক্টোবর