পথের ধারে ফুটে আছে বন ওকড়া ফুল। শ্রীঘাট, বাগেরহাট, ১৮ অক্টোবরফুলের ওপর উড়ে এসে বসেছে বাহারি রঙের প্রজাপতি। কাটাছড়ি, রাঙামাটি, ১৮ অক্টোবর
বিজ্ঞাপন
খাবারের খোঁজে বাবুই পাখির ঝাঁক। মুলজান, মানিকগঞ্জ, ১৮ অক্টোবর
বিজ্ঞাপন
ভ্যানে করে সবজি বিক্রি করছেন তিনি। বারাকপুর বাজার, বাগেরহাট, ১৮ অক্টোবরফুটেছে নয়নতারা ফুল। চৈত্রহাটি, সলঙ্গা, সিরাজগঞ্জ, ১৮ অক্টোবরবাঁশের তৈরি মুরগির খাঁচা বিক্রি করতে বেরিয়েছেন এক বিক্রেতা। হারাটি, রংপুর, ১৮ অক্টোবরকয় দিন পর শুরু হবে ভাটায় ইট তৈরির মৌসুম। তার আগে প্রস্তুতির কাজ চলছে। পালডাঙ্গী, ডিক্রিরচর, ফরিদপুর, ১৮ অক্টোবররুবিকস কিউব মেলানোয় মগ্ন শিশুটি। রণচণ্ডী, রংপুর, ১৮ অক্টোবরপদ্মা নদীতে পেতে রাখা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল থেকে মাছ সংগ্রহ করা হচ্ছে। পালডাঙ্গী, ডিক্রিরচর, ফরিদপুর, ১৮ অক্টোবরকেউ শিউলি ফুলের মালা গাঁথছে। কেউ–বা হাতে আঁকছে মেহেদির নকশা। হেমন্তের ছুটির সকালে এভাবেই কাটছে শিশুদের সময়। অভিরাম, রংপুর, ১৮ অক্টোবরশিকার ধরার অপেক্ষায় বসে আছে পাখিটি। ঢেপুয়া, শেরপুর, বগুড়া, ১৮ অক্টোবরজলাশয়ে লাল শাপলার মাঝে ফুটে আছে নীল শাপলা। মনোহরগঞ্জ, কুমিল্লা, ১৮ অক্টোবরবিক্রির জন্য ডিম গুনছেন খামারিরা। ঢেপুয়া, শেরপুর, বগুড়া, ১৮ অক্টোবরচরাঞ্চল থেকে গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করে পদ্মা নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন তাঁরা। বালিয়াডাঙ্গী, ফরিদপুর, ১৮ অক্টোবরআগামীকাল রোববার শ্মশান দীপালি উৎসব। এ উপলক্ষে সমাধি ধোয়ামোছার কাজ করছেন স্বজনেরা। কাউনিয়া, বরিশাল, ১৮ অক্টোবরহাওরে মাছ শিকারের জন্য জাল ফেলছেন এক জেলে। বড় হাওর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১৮ অক্টোবরসড়ক মেরামত ও নির্মাণের জন্য পিচের সঙ্গে পাথর মেলাচ্ছেন শ্রমিকেরা। শ্রীঘাট, বাগেরহাট, ১৮ অক্টোবরঐতিহাসিক তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা। ফায়ার সার্ভিস মোড়, চাঁপাইনবাবগঞ্জ, ১৮ অক্টোবরসুক নদের বাঁধের পানিতে মাছ ধরার উৎসবে যোগ দিয়েছেন স্থানীয় লোকজন। বুড়ির বাঁধ, ঠাকুরগাঁও, ১৮ অক্টোবরগাছের ডগায় ফুটেছে কুমড়ার ফুল। বেড়াডাঙ্গা, রাজবাড়ী, ১৮ অক্টোবর