একঝলক (১০ মে ২০২৪)

বাগান থেকে লিচু এনে বিক্রির আশায় আঁটি বাঁধচ্ছেন এক পাহাড়ি নারী। এক আঁটিতে ৫০টি লিচু ৭০ টাকায় বিক্রি করবেন তিনি। রেইছা রত্নপুর, বান্দরবান, ১০ মে
ছবি: মং হাই সিং মারমা
তীব্র তাপপ্রবাহে কাঁকরোল কম ফলেছে। প্রতি কেজি পাইকারি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। মোলংহাট, মিঠাপানি, রংপুর, ১০ মে
খাবারের খোঁজে ছানা সঙ্গে নিয়ে ঘুরছে মা মুরগি। মালিগাছা, পাবনা, ১০ মে
ঘাঘট নদের বালুচরে মিষ্টি আলু তুলছেন একজন চাষি। পানবাড়ি, রংপুর, ১০ মে
ধান মাড়াই করে বাড়ি নেওয়া জন্য ধানের বস্তায় ভরছেন কৃষক বাবা ও ছেলে। বাঁশমঙ্গল, কুমিল্লা, ১০ মে
খেয়ার ট্রলার ডাঙায় তুলে মেরামত করা হচ্ছে। পুরোপুরি ঠিক করতে আরও ১৫ দিন লাগবে তাঁর। চন্দনীমহল, দিঘলিয়া, খুলনা, ১০ মে
খাবারের খোঁজে বাঁশের ওপর বসেছে একটি মাছরাঙা। কাঁটাবন, দিঘলিয়া, খুলনা, ১০ মে
তালের ঢিঙে বা আঁশ সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন একজন ব্যক্তি। আঁশ দিয়ে বাহারি টুপি, কলমদানি ও ঝুড়ি তৈরি হয়। কানড়া গ্রাম, কাহালু, বগুড়া, ১০ মে