ভোরের আলোর আভা ছড়িয়ে পড়েছে কাপ্তাই হ্রদে। স্বর্ণ টিলা, রাঙামাটি, ২৫ জানুয়ারিপথের পাশে গাছে ফুটে আছে লেবু ফুল। রণতিথা, সিরাজগঞ্জ, ২৫ জানুয়ারিক্রেতাদের আকর্ষণ করতে বড় মিষ্টিকুমড়া সাজিয়ে রেখেছেন ভ্রাম্যমাণ বীজ বিক্রেতা। সাতমাথা, বগুড়া, ২৫ জানুয়ারিশুকনা হাওর অঞ্চলে সারা দিন গরু চরিয়ে বাড়ি ফিরছেন রাখাল। কাউয়াদীঘি হাওর, মৌলভীবাজার, ২৫ জানুয়ারি
বিজ্ঞাপন
নৌকায় ভেসে মাছ ধরছেন তাঁরা। আইচগাতী, রূপসা, খুলনা, ২৫ জানুয়ারিমারমাদের ঐতিহ্যবাহী লুই দিয়ে ঝিরি থেকে মাছ সংগ্রহ করেছে পাহাড়ি এক শিশু। পাইক্ষ্যংপাড়া, বান্দরবান, ২৫ জানুয়ারি
বিজ্ঞাপন
পথের ধারে মিষ্টি আলুর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। সার্কিট হাউসের সামনের সড়ক, বগুড়া, ২৫ জানুয়ারিঘরের নির্মাণকাজের জন্য হাতুড়ি দিয়ে ইট ভাঙছেন পাহাড়ি এক নারী। নোয়াপাড়া, বান্দরবান, ২৫ জানুয়ারিপ্রকৃতিতে বসন্ত আসার আগেই ফুটতে শুরু করেছে সোনাঝুরি লতা ফুল। জুম কিং রিসোর্ট, রাঙামাটি, ২৫ জানুয়ারিপ্রথম আলো ট্রাস্টের উদ্যোগে খুলনায় কম্বল বিতরণ করা হয়। রায়েরমহল হামিদ নগর হাজি মো. মহসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা, ২৫ জানুয়ারিমাছ ধরা শেষে নদীর তীরে নৌকা বেঁধে রাখা হয়েছে। বৈন্যা, দৌলতপুর, মানিকগঞ্জ, ২৫ জানুয়ারিখোলাবাজারের (ওএমএস) চাল ও আটা কিনতে মানুষের ভিড়। জিলা স্কুলের সামনে, রংপুর, ২৫ জানুয়ারিসৌন্দর্য ছড়াচ্ছে পেঁয়াজের ফুল। রাধাকৃঞ্চপুর, গাংনী, মেহেরপুর, ২৫ জানুয়ারিশহর থেকে মালামাল পাইকারি দরে কিনে বিক্রি করতে গ্রামের দিকে যাচ্ছেন ফেরিওয়ালা। কাচারিবাজার, রংপুর, ২৫ জানুয়ারিনিশ্চল পড়ে থাকা অর্ধডোবা নৌকার ওপর কয়েকটি হাঁস। উফতার হাওর, সিলেট, ২৫ জানুয়ারিসালদহ নদের পাড়ে জয়নাগাছের মগ ডালে বসে আছে ভুবনচিল। ভেরামতলী, শ্রীপুর, গাজীপুর, ২৫ জানুয়ারিপ্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দারোগারখাল এলাকায় পরিষদ চত্বরে রাজাপুর ও আশপাশের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। রাজাপুর, ভোলা, ২৫ জানুয়ারি