একঝলক (২ সেপ্টেম্বর ২০২৫)

শরতের শান্ত সকালে সুরমা নদীর বুকে নৌকায় ভেসে জাল ফেলছেন মৎস্যজীবী। সুরমা নদী, কিনব্রিজ এলাকা, সিলেট,২ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
সিলেট নগরের কালীঘাট পাইকারি বাজারে পেঁয়াজের বস্তা সাজিয়ে রাখা হচ্ছে। কালীঘাট, সিলেট, ২ সেপ্টেম্বর
কচু ফুল ও পুঁইশাক নিজের খেত থেকে সংগ্রহের পর ঝুড়ি ভর্তি করে বিক্রি করতে হাটে নিয়ে যাচ্ছেন পাহাড়ি এই তরুণ। বিলাইছড়ি, রাঙামাটি, ২ সেপ্টেম্বর
কাপ্তাই হ্রদের জলে রাখা বাঁশে বসে বিশ্রাম নিচ্ছে গাঙচিল আর পানকৌড়ি, সেখান থেকেই চলছে মাছ শিকার। বালুখালী, রাঙামাটি, ২ সেপ্টেম্বর
প্রচণ্ড রোদের গরম থেকে রক্ষা পেতে  রিকশার সামনে ছাতা বেঁধে নিচ্ছেন এক চালক। কিনব্রিজ, সিলেট, ২ সেপ্টেম্বর
বিল থেকে শাপলা ফুল তুলে এনে আলপথে বসে তা সাজিয়ে নিচ্ছে দুই কিশোরী। নুরুইল, বগুড়া, ২ সেপ্টেম্বর
গবাদিপশুকে খাওয়ানোর জন্য বিল থেকে কচুরিপানা তুলে তা ভারে করে নিয়ে যাচ্ছেন এই কৃষক। নুরুইল, বগুড়া, ২ সেপ্টেম্বর
গাছে ধরে আছে ডুমুর। জিলেরডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ২ সেপ্টেম্বর
কাদামাখা পথ পেরিয়ে স্কুলে যাচ্ছে শিশুরা। জিলেরডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ২ সেপ্টেম্বর
রোপা আমন কাটার মৌসুমে গ্রামের মাঠে ধান কাটতে ব্যস্ত কৃষকেরা। মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২ সেপ্টেম্বর
গ্রন্থাগার খোলা রাখা হলেও চারদিক সুনসান। বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২ সেপ্টেম্বর
রাস্তার ধারে ফুটে থাকা বনকলমি ফুল। শম্ভুগঞ্জ, ময়মনসিংহ, ২ সেপ্টেম্বর
আড়ত থেকে পাইকারি দরে কলা কিনে গ্রামে বিক্রি করতে যাবেন এই ক্ষুদ্র ব্যবসায়ী। বাবুপাড়া, রংপুর, ২ সেপ্টেম্বর
ভাঙা সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করছে একটি শালিক। লাহারহাট ফেরিঘাট, টুঙ্গিবাড়িয়া, বরিশাল, ২ সেপ্টেম্বর
কালাবদর নদ পানিতে টইটম্বুর। তীরে নৌকায় বসে মাছ ধরার জাল গুছিয়ে নিচ্ছে এক বেদে পরিবার। লাহারহাট, টুঙ্গিবাড়িয়া, বরিশাল, ২ সেপ্টেম্বর
কালাবদর নদে নৌকায় পাল তুলে মাছ ধরতে যাচ্ছেন কয়েকজন জেলে। লাহারহাট, টুঙ্গিবাড়িয়া, বরিশাল, ২ সেপ্টেম্বর
সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্যস্নান মহোৎসব উপলক্ষে মেলায় পাওয়া যাচ্ছে নানান জিনিসপত্র। হিমাইতপুর, পাবনা, ২ সেপ্টেম্বর
নদীর ধারে কাশফুল আর নীলাকাশে সাদা মেঘের খেলা দেখতে অনেকেই নৌকা ভ্রমণ করেন। রোদ ও হঠাৎ বৃষ্টির থেকে রক্ষা পেতে নৌকার ছই তৈরি করছেন এক মাঝি। পদ্মাঘাট, পাবনা, ২ সেপ্টেম্বর
সকালের বাজারে মাছ বিক্রি করে নৌকায় করে বাড়ির পথে জেলেরা। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, সেপ্টেম্বর
কানাইপুরের সাপ্তাহিক হাটে পাট বিক্রি করতে সকাল সকাল জড়ো হয়েছেন কৃষকেরা। কানাইপুর, ফরিদপুর, ২ সেপ্টেম্বর
শাপলা ফুলের ওপর উড়ছে লাল ফড়িং। কালাঘাটা, বান্দরবান, ২ সেপ্টেম্বর
পোকার খোঁজে পেঁপেগাছে সাদাগলা লেজনাচুনে পাখিটি। এর আরেকটি নাম ছাতিঘুরুনি। হরিপুর, চাটমোহর, পাবনা, ২ সেপ্টেম্বর
কলাগাছের পাতায় কাঠবিড়ালি। তংপ্রু পাড়া, বান্দরবান, ২ সেপ্টেম্বর
খানজাহান আলী সেতু থেকে শিপইয়ার্ড সংযোগ সড়কটি বেহাল। সড়কটিতে প্রতীকী ধান রোপণ করেন ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের সদস্যরা। খানজাহান আলী সেতুর পশ্চিমপাড়, খুলনা, ২ সেপ্টেম্বর
শিকার মুখে নিয়ে জাতীয় পাখি দোয়েল। মাওনা, শ্রীপুর, গাজীপুর। ২ সেপ্টেম্বর
ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সংবাদ সম্মেলন। মধুর ক্যানটিন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২ সেপ্টেম্বর