কলা এখনো পাকেনি। তবু খেতে এসেছে কাঠবিড়ালিটি। আমভিটা, ডুমুরিয়া, খুলনা, ৩ আগস্টসাতসকালে ঘাস কেটে বাড়ি ফিরছেন এক কৃষক। দীঘি, মানিকগঞ্জ, ৩ আগস্ট
বিজ্ঞাপন
আড়তে চলছে সবজি বিকিকিনির ব্যস্ততা। বরফকল–সংলগ্ন, ডুমুরিয়া, খুলনা, ৩ আগস্ট
বিজ্ঞাপন
বৃষ্টির মধ্যে অটোরিকশার অপেক্ষায়। বিনোদপুর, রাজশাহী, ৩ আগস্টদোলনায় মনের সুখে দোল খাচ্ছে দুই ভাই–বোন। হরিদেবপুর, রংপুর, ৩ আগস্টমেঠো পথ দিয়ে স্কুলে যাচ্ছে শিশুরা। গঙ্গাদাস, রংপুর সদর, ৩ আগস্টরাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ ছিল। গতকাল রোববার গভীর রাত থেকে মাছ শিকার শুরু হয়েছে। মৎস্য উন্নয়ন করপোরেশন ঘাট, রাঙামাটি, ৩ আগস্টএইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে কেন্দ্রের বাইরে বসে পড়াশোনা। গৌরীপুর সরকারি কলেজে কেন্দ্র, দাউদকান্দি, কুমিল্লা, ৩ আগস্টরাঙামাটির কুতুকছড়িতে গ্রামীণ সাপ্তাহিক হাট বসে রোববার। পাহাড় অঞ্চলের চাষিরা নিজের বাগানের কলাসহ বিভিন্ন ফলমূল বিক্রি করতে এসেছেন। কুতুকছড়ি, রাঙামাটি, ৩ আগস্টভারী বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের সড়ক। সেই পানিতে ভেসে এসেছে মাছ। সেসব মাছ ধরার চেষ্টায় স্থানীয় বাসিন্দারা। সবুজবাগ, বগুড়া, ৩ আগস্টদুর্বল পানিনিষ্কাশনব্যবস্থার কারণে ডুবে গেছে শহরের সড়ক। তার মধ্যে ঝুঁকি নিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন একজন। সবুজবাগ, বগুড়া, ৩ আগস্টসুলভ মূল্যে সরকারি ওএমএসের চাল-আটা সংগ্রহ করার জন্য ভোর থেকে ডিলারের দোকানের সামনে অপেক্ষা করছেন নিম্ন আয়ের মানুষেরা। পসরা, ফরিদপুর, ৩ আগস্টমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস, ঢাকা, ৩ আগস্টবৃষ্টির দিনে শীতলক্ষ্যার পাড়ে যাত্রী পারাপারের নৌকা নিয়ে অপেক্ষা করছেন মাঝিরা। ডেমরা, ঢাকা, ৩ আগস্টমেঘলা দিনে বৃষ্টির থামার ফাঁকে বাড়ির সামনে ঘুড়ি উড়াতে ব্যস্ত এক শিশু। ঝালোপাড়া, সিলেট, ৩ আগস্টএইচএসসি পরীক্ষা শেষে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। ডেমরা, ঢাকা, ৩ আগস্টসামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা দেখা দেয়। অন্নদাতা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ৩ জুলাইটাঙ্গুয়ার হাওরে জব্দ করা জাল ও চাঁই পুড়িয়ে নষ্ট করা হচ্ছে। মানিকখিলা, সুনামগঞ্জ, ৩ জুলাই।