পাহাড়ের বুক চিরে লুসাই পাহাড় থেকে নেমে আসা কাপ্তাই হ্রদ মিশেছে কর্ণফুলীর বুকে। সিতা পাহাড়, রাঙামাটি, ১ অক্টোবরধানের পাতায় শিশিরবিন্দু। ত্রিপুরা ছড়ামুখ, কাপ্তাই রাঙামাটি, ১ অক্টোবর
বিজ্ঞাপন
পুকুরে ফেলে রাখা শুকনা ডালে শিকারের অপেক্ষায় বসে আছে পানকৌড়ি। রামজাদী, বান্দরবান, ১ অক্টোবর
বিজ্ঞাপন
সাপ্তাহিক বাজারে নৌকায় করে যাচ্ছেন তাঁরা। সাঙ্গু সেতু, বান্দরবান, ১ অক্টোবরবাড়ির আঙিনায় ফুটেছে কাঠমালতী ফুল। সিমলা সাহা পাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১ অক্টোবরজাল নিয়ে মাছ ধরতে যাচ্ছেন এই মৎস্যজীবী। দাউদকান্দি, কুমিল্লা, ১ অক্টোবরসড়ক পেরিয়ে জলাশয়ে যাচ্ছে একঝাঁক পাতিহাঁস। এ সময় ওই পথে চলাচল করা মোটরসাইকেল কিছুক্ষণের জন্য আটকে যায়। করিমগঞ্জ, নিকলী সড়ক, কিশোরগঞ্জ, ১ অক্টোবরপরেশনাথ মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে মেলা বসেছে। মেলায় খেলনা দেখছে এই শিশু। মাহীগঞ্জ, রংপুর, ১ অক্টোবরসকালের বৃষ্টিতে শহরের সড়ক ডুবে গেছে, ভোগান্তিতে পড়েছে শহরবাসী। শহীদ চান্দু স্টেডিয়াম এলাকা, বগুড়া, ১ অক্টোবরবুনোফুলের ওপর বসেছে বাহারি রঙের প্রজাপতি। শিলছড়ি, কাপ্তাই, রাঙামাটি, ১ অক্টোবরনরসুন্দা নদীতে সারিবদ্ধ পাতা জাল দিয়ে মাছ ধরছেন জেলেরা। নান্দাইল, ময়মনসিংহ, ১ অক্টোবরহাঁসের খাবার সংগ্রহে বিলের পানির ভেতর থেকে শামুক তুলে নিচ্ছেন দুই গৃহবধূ। রাজাপুর, সুলতানপুর, রাজবাড়ী, ১ অক্টোবরবরিশালে হরিজন কলোনি উচ্ছেদের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেন হরিজনেরা। প্রেস ক্লাবের সামনে, চাঁপাইনবাবগঞ্জ, ১ অক্টোবরনিজেদের তৈরি বাঁশের ঝাঁকা বিক্রি করতে হাটে যাচ্ছেন দুজন। গৃহস্থালি কাজের জন্য এসব ঝাঁকার চাহিদা রয়েছে। রাজাপুর, রাজবাড়ী, ১ অক্টোবরহাওরের পানিতে প্রতিফলিত হয়ে আরও তেজোদ্দীপ্ত হয়েছে সূর্যের আলো। সেখানে মাছ ধরছেন জেলেরা। নিকলী হাওর, কিশোরগঞ্জ, ১ অক্টোবরবৃষ্টিতে পানি জমছে খাল-বিলে। সেখানে মাছ ধরার উপকরণ বাঁশের তৈরি ডারকি হাঁটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন একজন। কলেজ রোড, রংপুর, ১ অক্টোবরশজনেগাছের ডালে বসে আছে বাগান গিরগিটি। সাতখামাইর, শ্রীপুর, গাজীপুর। ১ অক্টোবরবৃষ্টির পানিতে জলাবদ্ধ সড়কে চলতে গিয়ে গর্তে পড়ে উল্টে গেছে ব্যাটারিচালিত অটোরিকশা, আহত হয়েছেন যাত্রীরা। ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়ক, পঞ্চবটি, নারায়ণগঞ্জ, ১ অক্টোবরবৃষ্টির মৌসুমে ব্যস্ততা বেড়েছে ছাতার কারিগরের। সড়কের মোড়ে আসন পেতে ছাতা ঠিক করছেন এক কারিগর। বেতপট্টি, রংপুর, ১ অক্টোবরশোলা দিয়ে তৈরি করা পূজার সামগ্রী কুড়িগ্রাম থেকে রংপুর শহরে বিক্রি করতে এসেছেন শঙ্কু মালাকার। তালতলা সড়ক, রংপুর, ১ অক্টোবর