এক ঝলক (১৬ মে ২০২৫)

সিলেটের গোলাপগঞ্জ থেকে বিক্রির জন্য শহরে আনা হয়েছে কচু। সড়কের পাশে দাঁড়িয়ে হালি দরে বিক্রি করছেন কৃষক। প্রতি হালি কচু বিক্রি করছেন ৮০ টাকায়। সোবহানীঘাট, সিলেট, ১৬ মে
ছবি: আনিস মাহমুদ
খেত থেকে সংগৃহীত কচুর লতি বসতবাড়ির উঠানে বসে আঁটি বাঁধছেন মা-ছেলে। ঐচারচর, তিতাস, কুমিল্লা, ১৬ মে
কাপ্তাই হ্রদে মাছ শিকারে এসেছে সাদা বক। নতুন পাড়া, রাঙামাটি, ১৬ মে
খাবারের খোঁজে লোকালয়ে নেমে আসছে বুনো হাতি। কামিলা ছড়ি আগর বাগান, রাঙামাটি, ১৬ মে
গ্রীষ্মের গরমে অতিষ্ঠ প্রাণিকুল। গাছের ডালে বাচ্চাকে রোদ থেকে আড়াল করার চেষ্টা বানরের। কাপ্তাই ব্যাঙছড়ি পাহাড়, রাঙামাটি, ১৬ মে
প্রায় এক যুগ ধরে শহরের অলিগলিতে ফেরি করে লুঙ্গি বিক্রি করেন বলে জানালেন পাবনার সাঁথিয়ার বাসিন্দা জাহিদ মোল্লা। সবুজবাগ এলাকা, বগুড়া শহর, ১৬ মে
নতুন ধান বিক্রি করতে বাজারে নিয়ে এসেছেন কৃষক। সেই ধান মেপে বস্তায় ভরা হচ্ছে। নালিতাবাড়ী বাজার, শেরপুর, ১৬ মে
হাওরে রাজহাঁস পালন বাড়ছে। হাঁস যাতে অদলবদল হয়ে না যায়, সে জন্য অনেকেই নিজেদের হাঁসের গায়ে রং মেখে দেন। হুমাইপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ ১৫ মে
সন্ধ্যা নামছে। নীড়ে ফেরার সময় হয়েছে। নিজ আবাসে ফিরছে দুটি বক। জয়রাবাদ, অভয়নগর উপজেলা, যশোর, ১৫ মে
পাকা ধান কাটা ও মাড়াইয়ে হারভেস্টার যন্ত্রের ব্যবহার বেড়েছে। এক শতাংশ জমির ধান কাটা ও মাড়াইয়ে নেওয়া হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা। ঠাকুড়াদহ, গঙ্গাচড়া, রংপুর, ১৬ মে
ফুটবল খেলতে এসে গোলবারের ওপর দিয়ে হেঁটে কসরত দেখাচ্ছে এক কিশোর। পেড়লী, অভয়নগর উপজেলা, যশোর, ১৫ মে