একঝলক (২০ জুন ২০২৫)

গাবতলী-সদরঘাট সড়কে জমে থাকা ধুলার কারণে বিপাকে পড়তে হয় চলাচলকারীদের। গাবতলী, ২০ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
গাবতলী বেড়িবাঁধের একাংশে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন থাকায় পানিসংকটে পড়েছে ওই এলাকার মানুষ। প্রতি গ্যালন পানি তাঁদের কিনতে হচ্ছে ২৫ টাকায়। ঘরে পানি না থাকায় ভ্যান থেকে পানি সংগ্রহ করছেন এক নারী। গাবতলী, ২০ জুন
রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে ব্যাপক হারে। হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য ভিড় বাড়ছে রোগীদের। ডাক্তার দেখাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন রোগীরা। মহাখালী কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসাও চলছে। ঢাকা, ২০ জুন
যথাযথ পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতে পানি জমে যায় আমিনবাজার ব্রিজের নিচের সড়কে। গাবতলী, ২০ জুন
দিনভর ছিল মেঘলা আকাশ, সঙ্গে বাতাস। দুপুরের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তি বাড়ে নগরবাসীর। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ২০ জুন
পালতোলা নৌকা এখনো মাঝেমধ্যে দেখা যায় বুড়িগঙ্গা নদীতে। ইঞ্জিনচালিত নৌকার দৌরাত্ম্যে হারিয়ে যেতে বসলেও রাজধানীর বুকে বুড়িগঙ্গা নদীতে চলাচল করতে দেখা গেল এ ধরনের বেশ কিছু নৌকা। বাতাস থাকায় খেয়া পারাপারের নৌকার মাঝিরা পাল তোলেন। দক্ষিণ কেরানীগঞ্জের পার গেন্ডারিয়া এলাকা, ২০ জুন
শিল্পকারখানার নির্গত তরল রাসায়নিক বর্জ্যে প্রতিনিয়ত দূষিত হচ্ছে নদীর পানি। দূষণে বুড়িগঙ্গা নদীর পানির রং কালো হয়ে ছড়াচ্ছে দুগর্ন্ধও। শ্যামপুরের কদমতলী এলাকার গুদারা ঘাট, ২০ জুন
খুলনা-সাতক্ষীরা মহাসড়কটি বেহাল। ছোট-বড় গর্তে বৃষ্টির পানি জমে চলাচলে আরও বেড়েছে ভোগান্তি। গর্তগুলো ইট দিয়ে পূরণ করতে দেখা যায় শুক্রবার দুপুরে। চুকনগর, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ২০ জুন
কপোতাক্ষ নদের পাড়ে বসে জাল মেরামতে মনোযোগী এক জেলে। সাগরদাঁড়ি, কেশবপুর, যশোর, ২০ জুন
ছুটির দিনে ঘুড়ি ওড়ানোর চেষ্টায় দুই শিশু। মালিগাছা, পাবনা, ২০ জুন
টানা বৃষ্টির পানিতে টইটম্বুর বিল। বেড়েছে মাছের আনাগোনা। বিলপারের বাসিন্দারা ঝাঁকি জাল দিয়ে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছেন। গোয়ালকান্দি এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২০ জুন
ঠেলা জাল নিয়ে মাছ ধরতে জলাশয়ের দিকে যাচ্ছেন এই যুবক। শহরতলির শেখপাড়া এলাকা, রংপুর, ২০ জুন
হাকালুকি হাওরের পাশঘেঁষা সড়কের ওপর সেতু। এ মৌসুমে হাওর পানিতে থই থই থাকে। অনেকে সেখানে বেড়াতে ছুটে যান। শেষ বিকেলের সূর্য ডুবে পড়ছে হাওরের জলরাশিতে। পালেরমোড়া সেতু, কুলাউড়া, মৌলভীবাজার, ১৯ জুন তোলা
বুনো ফুল ফোটার অপেক্ষায়। বাহারি রঙের কলিগুলো ঝুলে আছে মগডালে। ফুরমোনপাড়া, রাঙামাটি, ২০ জুন
নগরের গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে পরিণত হয়েছে খানাখন্দ আর জলাবদ্ধ গর্তে। সড়কের বড় বড় গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ট্রাক, রিকশা ও সাধারণ যানবাহনকে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এই সড়ক দিয়ে। দীর্ঘদিন ধরে অবহেলিত বেহাল এই সড়কের কারণে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা পড়েছেন চরম দুর্ভোগে। মাঝিরঘাট এলাকা, চট্টগ্রাম, ২০ জুন