সূর্য অস্ত যাচ্ছে। এমন সময় এই লাল ও কালো মেঘের অপূর্ব ছবিটি ধরা পড়ে। ছবিটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে তোলা। ছবি: এএফপিসূর্য অস্ত যাচ্ছে। এমন সময় এই লাল ও কালো মেঘের অপূর্ব ছবিটি ধরা পড়ে। ছবিটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে তোলা। ছবি: এএফপিশ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে রাতের অন্ধকারে জ্বলে আছে সড়কবাতি। ছবি: এএফপিসন্ধ্যা প্রায় হয়ে আসছে। এমন আলো-আঁধারির মাঝে কাজ করছেন কয়েকজন শ্রমিক। ছবিটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে তোলা। ছবি: এএফপিসকালের সোনারোদ পড়েছে গাছের সবুজ পাতার ওপর। ছবিটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে তোলা। ছবি: এএফপিসূর্যাস্তের সময় শিশুদের খেলার এই ছায়াচিত্রটি পাকিস্তানের লাহোর থেকে তোলা। ছবি: এএফপিঅন্ধকারে সড়কবাতির হলুদ আলো। ছবিটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে তোলা। ছবি: এএফপিশ্রীলঙ্কার কলম্বোতে ছায়া নৃত্য পরিবেশন করছেন দুজন নৃত্যশিল্পী। ছবি: এএফপিঅন্ধকারে মঙ্গলপ্রদীপ। ছবিটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে তোলা। ছবি: এএফপিসূর্যাস্তের সময় ভ্যাটিকানের সেন্ট পিটার্স গির্জার ছবি। ছবি: এএফপিফিলিস্তিনের গাজায় সূর্যাস্তের সময় মেয়েকে নিয়ে খেলছেন এক বাবা। ছবি: এএফপিনিকারাগুয়ার রিভাসের সান হুয়ান দেল সুরের একটি সৈকতে সন্ধ্যায় সাইকেল নিয়ে খেলছে দুই শিশু। ছবি: এএফপি