Thank you for trying Sticky AMP!!

একটু স্বস্তি পেতে

ইউরোপের দেশগুলোতে এখন তীব্র গরম। গরম থেকে স্বস্তি পেতে মানুষ খুঁজছে নানা উপায়। শনিবার (০৪ জুলাই, ২০১৫) জার্মানিতে গরমের মাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এই গরমে দেশটিতে বাথটাব দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাথটাবের আদলে নিজের তৈরি ‘ববিকার’ নিয়ে প্রতিযোগিতায় নেমেছেন এই তরুণ। ছবি: এএফপি
নিজেদের তৈরি করা ‘মিনিয়ন বোট’ নিয়ে জার্মানিতে বাথটাব দৌড় প্রতিযোগিতার প্রতিযোগীরা। ছবি: এএফপি
নিজেদের তৈরি করা ‘পিঙ্ক ইউনিকর্ন’ বোট নিয়ে জার্মানিতে বাথটাব দৌড় প্রতিযোগিতার প্রতিযোগীরা। ছবি: এএফপি
তীব্র গরম থেকে স্বস্তি পেতে জার্মানির বার্লিনে ওয়ানসি লেকের ধারে শুয়ে আছে অসংখ্য মানুষ। ছবি: এএফপি
তীব্র গরম থেকে স্বস্তি পেতে সুইমিংপুলে সাঁতার কাটছেন এক তরুণী। ছবিটি জার্মানির কার্লসরুহ থেকে তোলা। ছবি: এএফপি
জার্মানির মিউনিখে জলে আধডোবা হয়ে সিনেমা দেখছেন দর্শকেরা। প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে এ আয়োজন। ছবি: এএফপি
জার্মানির ফ্রেইবার্গে পানির নলের ওপর বসে পানি খাচ্ছে পাখিটি। ছবি: এএফপি
তীব্র গরম থেকে স্বস্তি পেতে পানিতে লাফ দিয়েছে এক কিশোর। ছবিটি জার্মানির কলোনি থেকে তোলা। ছবি: এএফপি
তীব্র গরমে গাছের ডালে শুয়ে নিজেকে জিরিয়ে নিচ্ছে এই কাঠবেড়ালি। ছবিটি জার্মানির মেইনজ থেকে তোলা। ছবি: এএফপি
কৃত্রিম ঝরনার নিচে দাঁড়িয়ে নিজিকে জিরিয়ে নিচ্ছেন এক পর্যটক। ছবিটি ইতালির মিলান শহর থেকে তোলা। ছবি: এএফপি
তীব্র গরম থেকে স্বস্তি পেতে কৃত্রিম ঝরনার নিচে দাঁড়িয়ে নিজেদের ভিজিয়ে নিচ্ছেন পর্যটকেরা। ছবিটি ইতালির রোম শহর থেকে তোলা। ছবি: এএফপি
রোমে ঝরনার পাশে বসে আছেন পর্যটকেরা। ছবি: এএফপি
তীব্র গরম থেকে স্বস্তি পেতে পানি ছিটিয়ে আনন্দ করছেন তরুণ-তরুণীরা। ছবিটি ইতালির রোম শহর থেকে তোলা। ছবি: এএফপি
তীব্র গরমে পানি নিয়ে খেলছেন তরুণ-তরুণীরা। ছবিটি বেলজিয়ামের ব্রাসেলস থেকে তোলা। ছবি: এএফপি
এই গরমে সার্কাস দলের সাদা বাঘের বাচ্চাটিকে গোসল করিয়ে দিচ্ছেন সার্কাস দলের একজন সদস্য। ছবিটি ফ্রান্সের লিমোজ থেকে তোলা। ছবি: এএফপি
তীব্র গরম থেকে স্বস্তি পেতে প্রাগের একটি নদীতে নৌকা নিয়ে ঘুরছেন পর্যটকেরা। ছবিটি প্রাগের চার্লস ব্রিজের কাছ থেকে তোলা। ছবি: এএফপি
তীব্র গরমে ক্লান্ত হয়ে কৃত্রিম ঝরনা থেকে পানি খাচ্ছেন এই নারী। ছবিটি ফ্রান্সে প্যারিসের পালাইস রয়্যাল গার্ডেন থেকে তোলা। ছবি: এএফপি
একটু স্বস্তির জন্য কৃত্রিম ঝরনার পাশে এভাবেই শুয়ে রাখা হয়েছে শিশুটিকে। ছবিটি ফ্রান্সের বোরডক্স থেকে তোলা। ছবি: এএফপি
একটু স্বস্তির জন্য কৃত্রিম ঝরনায় দাঁড়িয়ে আছে শিশুটি। ছবিটি বেলজিয়ামের ব্রাসেলস থেকে তোলা। ছবি: রয়টার্স