গাজা থেকে ইসরায়েলে রকেট ছুড়ছে হামাস। রকেট পড়ে ইসরায়েলের একটি এলাকায় গমখেতে আগুন ধরে যায়। পরে হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নেভানো হচ্ছে। মোশাভ যাহার এলাকা, ইসরায়েল, ১৩ মে
গাজা থেকে ইসরায়েলে রকেট ছুড়ছে হামাস। রকেট পড়ে ইসরায়েলের একটি এলাকায় গমখেতে আগুন ধরে যায়। পরে হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নেভানো হচ্ছে। মোশাভ যাহার এলাকা, ইসরায়েল, ১৩ মে

ছবিতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ

ফিলিস্তিনের গাজাতে টানা ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজা থেকে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোও পাল্টা রকেট ছুড়ছে। পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষকে কেন্দ্র করে গত সোমবার থেকে ইসরায়েল ও গাজার হামাস বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র রূপ নিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, চার দিন ধরে ইসরায়েলি হামলায় ১৭ শিশুসহ ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, হামাসের ছোড়া রকেট অধিকাংশ আটকে দেওয়া হলেও সেগুলোর কিছু আঘাত হেনেছে ইসরায়েলি এলাকায়।

এখন পর্যন্ত শিশুসহ ছয়জন ইসরায়েলি নিহত হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে আজ বৃহস্পতিবার ঈদুল ফিতর পালন করেছেন ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপ মাড়িয়ে ঈদের নামাজের জামাতে হাজির হয়েছেন তারা। আল আকসা মসজিদে ঈদের খুশিতে মাতে ফিলিস্তিনি শিশুরা। ইসরায়েল-ফিলিস্তিনের উত্তপ্ত পরিস্থিতির এমন সব চিত্র উঠে এসেছে ছবির গল্পে।

ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে গাজা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েল, ১৩ মে
ইসরায়েলি হামলায় গাজায় বিধ্বস্ত ইসলামি ন্যাশনাল ব্যাংক। ক্ষয়ক্ষতি যাচাই করে দেখছেন এক ফিলিস্তিনি। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা, ১৩ মে
জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল গাজা শহরের হামাস প্রধানের বাসিম ঈসার লাশ। পার্শ্ববর্তী ভবনের জানালা থেকে এক ফিলিস্তিনি নারীর শোক। গতকাল ইসরায়েলি হামলায় নিহত হন হামাস নেতা। গাজা, ১৩ মে
গাজা থেকে ইসরায়েলে রকেট ছুড়ছে হামাস। রকেট পড়ে ইসরায়েলের একটি এলাকায় গমখেতে আগুন ধরে যায়। পরে হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নেভানো হচ্ছে। মোশাভ যাহার এলাকা, ইসরায়েল, ১৩ মে
ইসরায়েলি হামলার মুখেও আজ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করেছে ফিলিস্তিনিরা। আল আকসা মসজিদ প্রাঙ্গণে এক শিশুকে নিয়ে আনন্দে মেতেছেন এক ব্যক্তি। পূর্ব জেরুজালেম, ১৩ মে
হামাসের ছোড়া রকেটে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের একটি ভবন। ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতা তেকবা, ১৩ মে
ইসরায়েলে রকেট ছুড়ছে হামাস। প্রাণ বাঁচাতে ভবনের মাটির নিচে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন এক ইসরায়েলি দম্পতি। তেলআবিব, ইসরায়েল, ১৩ মে
হামাসের ছোড়া রকেট মাঝ আকাশে নিষ্ক্রিয় করে দিচ্ছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রবিধ্বংসী প্রযুক্তি আইরন ডোম। ইসরায়েলের এসদিরত শহরের কাছে, ১৩ মে
ইসরায়েলের বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার অনেক ভবন। গাজা শহর, ১৩ মে