তালেবান শাসনে থাকা আফগানিস্তান কূটনৈতিকভাবে বহির্বিশ্ব থেকে অনেকটা বিচ্ছিন্ন। ইসলামি শাসনে থাকা দেশটির জীবনযাত্রা নিয়ে রয়েছে কৌতূহল। রাজধানী কাবুলের জীবনযাত্রায় রয়েছে বৈচিত্র্য। বিপণিবিতান, রেস্তোরাঁ, স্ট্রিট ফুড, ইনডোর গেমস, বিউটি পারলার ও জেন্টস পারলার—সব মিলিয়ে সরগরম নগরজীবন। প্রথম আলোর কলকাতা সংবাদদাতা শুভজিৎ বাগচীর ক্যামেরায় ধরা পড়েছে বুধবার ৮ অক্টোবর কাবুলের রাতের চিত্র
