মস্কোতে শত বছরের পুরোনো ভাস্কর্যের মাঝে ফ্যাশন শো

২ সেপ্টেম্বর ছিল মস্কো ফ্যাশন উইকের শেষ দিন। মস্কো শহরের পুশকিন জাদুঘরে আয়োজন করা হয় সরোকা অন কোর্স ব্র্যান্ডের ফ্যাশন শো। পুশকিন স্টেট মিউজিয়াম অব ফাইন আর্টস হল একটি জাদুঘর কমপ্লেক্স। এই জাদুঘরের সংগ্রহশালায় বিভিন্ন যুগের প্রায় সাত লাখ শিল্পকর্ম রয়েছে। সরোকার পোশাকে মডেলরা এই শত বছরের পুরোনো ভাস্কর্যের মাঝে ক্যাটওয়াক করেন।

মস্কো ফ্যাশন উইকের শেষ দিনের আয়োজনে শহরের পুশকিন জাদুঘরে ক্যাটওয়াক করছেন মডেলরা
মস্কো ফ্যাশন উইকের শেষ দিনের আয়োজনে শহরের পুশকিন জাদুঘরে ক্যাটওয়াক করছেন মডেলরা
সরোকা অন কোর্স ফ্যাশন ব্র্যান্ডের পোশাকে একজন মডেল
সরোকা অন কোর্স ফ্যাশন ব্র্যান্ডের ডিজাইনের মূল বৈশিষ্ট্য হলো আর্কিটেকচারাল লাইন, স্কাল্পচারাল সিলুয়েট
সরোকা অন কোর্স ব্র্যান্ডের পোশাক মস্কোর ফ্ল্যাগশিপ স্টোর থেকে সরাসরি কেনা যায়। এ ছাড়া রাশিয়া ও সিআইএস (সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ) অঞ্চলের বিভিন্ন খুচরা বিক্রয়কেন্দ্রেও এই পোশাক পাওয়া যায়
সরোকা অন কোর্সের পোশাক সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়
শত বছরের পুরোনো ভাস্কর্যের মাঝে ক্যাটওয়াক করছেন একজন মডেল
সের্গেই সরোকা একজন স্ট্রাকচারাল মোটিফ ডিজাইনার
মাত্র এক বছরের মধ্যে এই ফ্যাশন ব্র্যান্ড আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি তৈরি করতে সক্ষম হয়েছে
সিলুয়েট, ফেব্রিকের টেক্সচার, স্থাপত্যগত কাট—এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে সরোকা অন কোর্সের ডিজাইন
সরোকা অন কোর্সের পোশাকের মধ্যে ফুটে ওঠে ডিজাইনারের শিল্পসত্তা