২ সেপ্টেম্বর ছিল মস্কো ফ্যাশন উইকের শেষ দিন। মস্কো শহরের পুশকিন জাদুঘরে আয়োজন করা হয় সরোকা অন কোর্স ব্র্যান্ডের ফ্যাশন শো। পুশকিন স্টেট মিউজিয়াম অব ফাইন আর্টস হল একটি জাদুঘর কমপ্লেক্স। এই জাদুঘরের সংগ্রহশালায় বিভিন্ন যুগের প্রায় সাত লাখ শিল্পকর্ম রয়েছে। সরোকার পোশাকে মডেলরা এই শত বছরের পুরোনো ভাস্কর্যের মাঝে ক্যাটওয়াক করেন।
