সুবিধাবঞ্চিত ত্রিপুরাপাড়া

চট্টগ্রাম শহর থেকে ২০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের শীতলপুরে অবস্থিত ত্রিপুরাপাড়া। পাশাপাশি দুটি ত্রিপুরাপাড়ায় প্রায় ৫০টি পরিবারের বসবাস। শহর থেকে কাছে, এরপরও এখানে নেই আধুনিক সুযোগ-সুবিধা। ঝিরির পথে গর্ত করে খাওয়ার পানি সংগ্রহ করতে হয় পাড়াবাসীদের। প্রায় আড়াই কিলোমিটার দূরে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে এই পাড়ার ছেলেমেয়েদের স্কুলে যেতে হয়। তাই ব্যস্ত মহাসড়কে দুর্ঘটনার ভয়ে অনেকেই সন্তানদের স্কুলে পাঠাতে চান না। পাড়ায় যাতায়াতের জন্যও নেই ভালো কোনো পথ।

পাহাড় আর জঙ্গলে ঘেরা সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া।
পাহাড় আর জঙ্গলে ঘেরা সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া।
টিলার ওপর ছোট ছোট টিনের ঘরে বসবাস ত্রিপুরা সম্প্রদায়ের মানুষদের।
পাহাড়ের নিচ থেকে কলসি ভরে খাওয়ার পানি আনছেন এক ত্রিপুরা নারী।
শুকনা মৌসুমে ঝরনা শুকিয়ে যায়। ঝিরির পথে গর্ত করে পানি সংগ্রহ করেন ত্রিপুরাপাড়ার বাসিন্দারা।
ঝিরির পাশের গর্ত থেকে খাওয়ার জন্য পরিষ্কার পানি সংগ্রহ করছেন এক ত্রিপুরা নারী।
পাহাড়ি পথ পেরিয়ে স্কুলের পথে ত্রিপুরা সম্প্রদায়ের ছেলেমেয়েরা।
ত্রিপুরাপাড়ায় নেই কোনো স্কুল। এখানকার ছেলেমেয়েদের বিনা বেতনে পড়ালেখা করান ফুলমালা নামের এক নারী।
পাহাড়ি বনের মধ্যে বসবাস করে ত্রিপুরাপাড়ার ২০টি পরিবার। পাড়ায় যাতায়াতের জন্য নেই কোনো পথ।