Thank you for trying Sticky AMP!!

ফুলের ভোরের বাজার

রাজধানীর শাহবাগের শিশুপার্কের পাশে প্রতিদিন ভোরে বসে ফুলের বাজার। যশোর, সাভার, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ফুল আসে। সকালেই বিভিন্ন এলাকার ফুল ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দামে ফুল কিনে নিয়ে যান। এক আঁটি রজনীগন্ধা বিক্রি হয় ৩০০ টাকায়। শাহবাগ, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
গাঁদা ফুলের মালা কিনতে হলে এক সঙ্গে কিনতে হবে ২০টি মালা। দাম ৩০০ টাকা। শাহবাগ, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
বিদেশের হলেও দেশেই এখন চাষ হচ্ছে গ্লাডিওলাস ফুল। আঁটি ভেদে দাম ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে। শাহবাগ, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
ছোট গোলাপের আঁটির দাম পড়বে ২০০ টাকা। শাহবাগ, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
প্রতি আঁটি জিপসি ফুলের দাম ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত। শাহবাগ, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
বিক্রি হচ্ছে রঙ্গন ফুল। এক থোকা রঙ্গনের দাম ১০ থেকে ২০ টাকা। শাহবাগ, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
জারবেরার কদর বেশি। একটি জারবেরার দাম ৫ থেকে ১০ টাকা। শাহবাগ, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
কাঠমালতির ফুল দিয়ে তৈরি করা হয় ‘গাজরা’। এক শ মালার দাম ৬০০ থেকে ৭০০ টাকা। শাহবাগ, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
প্রতিটি অর্কিডের দাম ১৫ টাকা। শাহবাগ, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
লাল শাপলার আঁটির দাম ২৫ টাকা। শাহবাগ, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম