শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’ ও প্রথম আলোর আয়োজনে সোমবার চট্টগ্রাম জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। নগরের ফয়’স লেকে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে এ উৎসব চলে। নিবন্ধন করা শিক্ষার্থীরা সকাল থেকে উৎসব প্রাঙ্গণে হাজির হয়। ফয়’স লেকে বিনা মূল্যে প্রবেশের টিকিট, রাইডে ওঠার সুযোগসহ ছিল অন্যান্য উপহার। শিক্ষার্থীদের সাফল্যের আনন্দ উদ্যাপন করতে সাংস্কৃতিক পর্বে অভিনয়শিল্পী আরিফিন শুভ, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর; জনপ্রিয় ব্যান্ড দল বে অব বেঙ্গল, তীরন্দাজসহ আরও অনেক শিল্পী তাঁদের পরিবেশনা তুলে ধরেন।