পয়লা বৈশাখে নববর্ষ উদ্যাপনে প্রখর রোদ উপেক্ষা করে অনেকেই এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। কেউ ছাতা হাতে, কেউ ছোট চার্জার ফ্যান, কেউবা কাপড়ে শরীর ঢেকে গরমের তাপ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছেন। তবে সকাল থেকে দুপুর হতে হতে মানুষের উপস্থিতি কমতে থাকে।
