দিনভর ছোটাছুটি করে আবাবিল পাখি। তারা দলবদ্ধ হয়ে উড়ে উড়ে পতঙ্গ শিকার করে। আবাবিল পাখি সাধারণত ‘চিক্-চিক্…লি উইট’ সুরে ডাকে। খাবার শিকারের সময় তারা উড়তেই থাকে। কিন্তু বিশ্রাম নেওয়ার সময় একটু আয়েশ করেই বসতে চায়। ধানখেতের আশপাশে বাঁশের কঞ্চিতে, আবার দেখা যায় বৈদ্যুতিক তারে। ছবির গল্পে আবাবিল পাখির বিশ্রামের কিছু মুহূর্ত। গতকাল বুধবার খুলনার ডুমুরিয়া উপজেলার লাইন বিল পাবলা এলাকা থেকে ছবিগুলো তোলা।