
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সঙ্গে ওয়ান–ইলেভেনের উপকারভোগীরাও সক্রিয় হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করবে।
আজ রোববার দুপুরে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে হাছান মাহমুদ এসব কথা বলেছেন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির দুঃশাসন আর দুর্নীতির কারণে ওয়ান-ইলেভেনে দুই বছরের জরুরি সরকার এসেছিল। কামাল হোসেন ওই সরকারকে সার্টিফিকেট দেন—যত দিন ইচ্ছা ক্ষমতায় থাকুন। সুজনও (সুশাসনের জন্য নাগরিক) ওই সময় তাদের সঙ্গে ছিল। ওয়ান-ইলেভেনের উপকারভোগীরা আবারও সরব হয়েছে।
তারা অনলাইনে সভা করছে, জাতিকে নসিহতের নামে ষড়যন্ত্র করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। এটি অশুভ লক্ষণ। আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করবে।’
হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা আপস জানেন না। অসংখ্যবার হত্যাচেষ্টা করা হলেও তিনি দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপির রাজনীতি বিভ্রান্তি, অপপ্রচার আর গুজব রটানোর রাজনীতি।
তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির মধ্যে মির্জা ফখরুলরা আওয়ামী লীগ খুঁজে পান। অথচ তাঁদের মধ্যে চারজন সাংবিধানিক পদধারী নিরপেক্ষ ব্যক্তি। তাঁরা সারা দেশে আওয়ামী লীগ দেখতে পান। মির্জা ফখরুলকে যদি জিনে ধরে থাকে, তবে তা তাড়ানোর জন্য তাঁদের নেতা–কর্মীদের অনুরোধ জানাই।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান সম্মেলন উদ্বোধন করেন। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য দেন।