Thank you for trying Sticky AMP!!

ঢাকা সিটির ভোট পেছাল

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ফাইল ছবি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পেছানো হয়েছে। নতুন তারিখ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি দুই সিটিতে ভোট গ্রহণ হবে।

নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকে শেষে ভোটের তারিখ পরিবর্তনের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল।

সরস্বতীপূজার কারণে ভোট গ্রহণের তারিখ পেছানোর দাবিতে সোচ্চার ছিল বিভিন্ন সংগঠন। ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, মেয়র প্রার্থীসহ সবাই পূজার দিনে ভোট গ্রহণের বিপক্ষে ছিল। তবে নির্বাচন কমিশন শুরু থেকেই ৩০ তারিখে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড় ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসির এই সিদ্ধান্তের ব্যাপারে আন্দোলন করে আসছিলেন।

আজ শনিবার নির্বাচন কমিশন ভোটের তারিখ পেছানো নিয়ে বৈঠকে বসে। পরে সন্ধ্যায় জানানো হয়, ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে।